MediaTek Dimenisity 9000 প্রসেসরের প্রথম স্মার্টফোন কখন লঞ্চ হবে জেনে নিন

MediaTek সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ Dimensity 9000 প্রসেসর লঞ্চের ঘোষণা করেছে। বিশ্বের এই প্রথম 4nm চিপসেটটি প্রিমিয়াম স্মার্টফোনে ব্যবহৃত হবে এবং প্রতিযোগিতা করবে Qualcomm-এর আপকামিং Snapdragon 8 Gen1 প্রসেসরের সঙ্গে৷ মিডিয়াটেকের ওই প্রসেসর দিয়ে প্রথম স্মার্টফোন কখন বাজারে ছাড়া হবে, তা একটি রিপোর্টে এবার উঠে এল।

মাইড্রাইভার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-এর ফেব্রুয়ারি মাসে প্রথম Dimensity 9000 প্রসেসরযুক্ত হ্যান্ডসেট লঞ্চ করা হবে। সেটি কোন স্মার্টফোন ব্র্যান্ডের তা অবশ্য জানা যায়নি।

উল্লেখ্য, খবরটি সত্যি হলে TSMC-এর 4nm (৪ ন্যানোমিটার) ফ্যাব্রিকেশনে তৈরি প্রথম চিপসেট ঘোষণার কৃতিত্ব মিডিয়াটেকের মুকুটে থাকলেও, কোয়ালকমের একই প্রসেসিং নোডের (৪এনএম) চিপসেট (Snapdragon 8 Gen1) দিয়ে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই আত্মপ্রকাশ করার কথা বিভিন্ন ফ্ল্যাগশিপ ফোনের (Xiaomi 12)৷

মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসরের স্পেসিফিকেশনগুলির প্রসঙ্গে আসলে, এতে ৩.০৫ গিগাহার্টজের একটি এক্স২ পারফরম্যান্স কোর, ২.৮৫ গিগাহার্টজের তিনটি কর্টেক্স এ৭১০ প্রসেসর, এবং চারটি ১.০৮ গিগাহার্টজ কর্টেক্স এ৫১০ এফিসিয়েন্সি কোর নিয়ে গঠিত। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য রয়েছে ডেকা (১০) কোর আর্ম মালি জি৭১০ জিপিইউ। কোয়ালকম দাবি করেছে, প্রসেসরটি পুরনো প্রজন্মের চেয়ে চারগুণ বেশি পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সি দেবে।