Fisker Ocean Electric SUV-র বুকিং 50 হাজার অতিক্রম করল, একচার্জে যাবে 550 কিমির বেশি

আমেরিকার পরিবেশবান্ধব গাড়ি নির্মাতা ফিসকার (Fisker) তাদের Ocean ইলেকট্রিক এসইউভির উৎপাদন ১৭ নভেম্বর থেকে চালু করার ঘোষণা করল। একইসাথে সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বিদ্যুৎচালিত গাড়িটির পঞ্চাশ হাজারের উপরে বুকিং পেয়েছেন তারা।

ফিসকার-এর কার্বন নিউট্রাল অস্ট্রিয়া ফেসিলিটিতে Ocean এসইউভির ম্যানুফ্যাকচারি হবে। সংস্থার এই প্রথম বৈদ্যুতিক গাড়ির বেস মডেল স্পোর্ট ট্রিমের দাম রাখা হয়েছে ৩৭,৪৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৯ লাখ। এবং আরও দামী এক্সট্রিম মডেলের মূল্য ৬৮,৯৯৯ ডলার ধার্য করা হয়েছে। টাকার অঙ্কে যা ৫৩.৬২ লাখের সমান। এটি এক চার্জে ৫৫০ কিমির বেশি চলতে পারবে বলে দাবি করা হয়েছে।

এছাড়াও, ফিসকার তাদের দ্বিতীয় মডেল PEAR (পার্সোনাল ইলেকট্রিক অটোমোটিভ রেভলিউশন) সম্পর্কেও অতিরিক্ত তথ্য প্রকাশ করেছে। এটি ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে আত্মপ্রকাশ করবে। পরের বছর ফক্সকনের সাথে জোট বেঁধে গাড়িটির উৎপাদন করবে ফিসকার। চলতি বছর শেষ হওয়ার আগে প্রোটোটাইপ মডেলের টেস্টিং সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করছে ফিসকার।

সংস্থাটির প্রতিষ্ঠাতা হেনরি ফিসকার বলেন, “ফিসকার ওসেনের জন্য এত পরিমাণ বুকিং আমাদের ইলেকট্রিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ প্রমাণ করছে। এমনকি পিয়ার-এর জন্য ইতিমধ্যেই তিন হাজারের বেশি রিজার্ভেশন এসেছে বলে জানিয়েছেন তিনি‌।” তাঁর বিশ্বাস, এটিই ২১ শতাব্দীর সবচেয়ে উদ্ভাবনী ভেহিকেল হবে৷ দাম ২৯,৯০০ ডলারের (প্রায়২৩.১৯ লাখ) নীচে থাকবে।

প্রসঙ্গত, ভারতেও ইলেকট্রিক গাড়ি আনতে আগ্রহী ফিসকার ৷ এপ্রিলে হায়দবাবাদের তেলেঙ্গানায় সদর দপ্তর প্রতিষ্ঠা করেছে তারা। ভারতে ফিসকারের শাখা সংস্থার নামকরণ হয়েছে ‘ফিসকার বিজ্ঞান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ (Fisker Vigyan India Pvt Ltd)। এটি ক্যালিফোর্নিয়ার হেডকোয়ার্টারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গাড়ির উন্নয়ন করবে। পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট, এমবেডেড ইলেকট্রনিক্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স সহ আরও অন্যান্য বিষয়ের উপর মনোনিবেশ করবে।