Poco X3 Pro থেকে Moto Edge 20 Fusion, বিরাট সস্তায় কেনা যাবে Flipkart Big Billion Days সেলে

সামনেই আসছে পুজোর মরশুম, তাই সবার মাথাতেই এখন কেনাকাটার চিন্তা ঘুরপাক খাচ্ছে। আর সেই কাজে মানুষের সহায়ক হতে এসে গেল এক দারুণ সুখবর! আগামী ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে Flipkart (ফ্লিপকার্ট)-এর Big Billion Days (বিগ বিলিয়ন ডেজ) সেল, যা ১২ অক্টোবর পর্যন্ত লাইভ থাকবে। অন্যান্য সেলের মতোই Big Billion Days সেলে Flipkart-এর প্লাস কাস্টমাররা ‘আর্লি অ্যাক্সেস’ পাবেন, যার ফলে তারা সাধারণ ইউজারদের থেকে একদিন আগে কেনাকাটা করতে সক্ষম হবেন। এই সেলে স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, অ্যাক্সেসরিজ, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন আইটেম, বিউটি প্রোডাক্ট প্রভৃতি সস্তায় কেনা যাবে।

এই বছর Flipkart Big Billion Days সেলে আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে প্রিপেইড পেমেন্ট বা ইএমআই ট্রানজ্যাকশন করলে অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ই-কমার্স ওয়েবসাইটটি ইতিমধ্যেই আসন্ন এই সেলের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে, এখান থেকে সেলের অফারগুলি টিজ করা হচ্ছে। সেখান থেকেই তথ্য নিয়ে স্মার্টফোনের উপর পাওয়া ডিলগুলির বিষয়ে আপনাদেরকে জানাবো।

Flipkart Big Billion Days সেলে এই স্মার্টফোনগুলি ডিসকাউন্টের সাথে কেনা যাবে

• ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ১৮,১৪৯ টাকার Moto G60 ফোনটি ১৫,৯৯৯ টাকায় বিক্রি হবে।

• আবার Poco X3 Pro, ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৬০ চিপ, ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

• আসন্ন সেলটিতে Motorola Edge 20 Fusion-এর বেস মডেলটি ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। ৬ জিবি র‍্যামের এই মডেলটি অন্য সময় ২১,৬৪৯ টাকায় বিক্রি হয়।

• এছাড়া ১৪,৬৪৯ টাকার Moto G40 Fusion ১২,৯৯৯ টাকায় ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

• সেল চলাকালীন Asus ROG Phone 3, ৩৪,৯৯৯ টাকায় পকেটস্থ করা যাবে। এই ফোনটি ৪৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপ, বিশাল কুলিং সিস্টেম, এবং একটি শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি আছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন