শেষ মুহূর্তের অফার, অনেক কমে OnePlus, Samsung, Realme সহ জনপ্রিয় ব্র্যান্ডের ফোন কিনুন

Flipkart Big Diwali Sale: গত মাস থেকে একের পর এক সেলের আয়োজন করে চলেছে ই-কমার্স সাইট Flipkart। বর্তমানে এই অনলাইনে শপিং সাইটে চলছে Big Diwali Sale -এর দ্বিতীয় পর্ব, যা আজ রাত ১২টা পর্যন্ত লাইভ থাকবে। তবে শেষবেলায় এসেও আলোচ্য বিক্রয়কার্যে অফার ও ডিলের কোনো ভাঁটা পড়েনি। বিশেষত স্মার্টফোন সেগমেন্টের সাথে উপলব্ধ ডিলগুলি ব্যাপকভাবে নজর কেড়েছে আমাদের। তাই আজ আমরা ‘Flipkart Big Diwali Sale’ -এ সর্বাধিক লোভনীয় অফারের সাথে তালিকাভুক্ত সেরা ১০টি স্মার্টফোনের খোঁজ দেব আপনাদের।

Flipkart Big Diwali সেলে ১০টি সেরা স্মার্টফোন ডিল

Nothing Phone 1 5G: নাথিং ফোন ১ ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেল থেকে ২৯,৯৯৯ টাকায় কেনা যাবে। তবে উপলব্ধ অফারের লাভ ওঠাতে পারলে এটিকে ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে।

Google Pixel 6a: গুগল পিক্সেল ৬এ স্মার্টফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৩৪,১৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে ফ্লিপকার্ট সেলে। তবে SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে এটিকে ক্রয় করলে ৭,০০০ টাকার ছাড় পাওয়া যাবে। যার পর ফোনটিকে ২৭,৯৯৯ টাকায় কেনা সম্ভব। এছাড়া ১৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও অফার করা হচ্ছে এই পিক্সেল মডেলটির সাথে।

Samsung S21 FE 5G: স্যামসাং এস২১ এফই ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩৫,৯৯৯ টাকায় ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। তবে ব্যাঙ্ক অফারে এটিকে পকেটস্থ করা যাবে মাত্র ৩২,৯৯৯ টাকায়। এই ফোনের সাথেও ১৮,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার মিলবে।

Realme GT Neo 3T: রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা রাখা হয়েছে সেলে। আবার যেসকল গ্রাহকেরা SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজ্যাকশন করবেন, তাদের ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া অতিরিক্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে এই ফোনের সাথে।

Samsung Galaxy S22 Plus 5G: ফ্লিপকার্টের দিওয়ালি সেলে, স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ডিসকাউন্ট সহ ৫৯,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এটিকে ৮৪,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে, ফোনটির ৮৮,৯৯৯ টাকা দামের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের সাথে ফ্লাট ২৫,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। যারপর উক্ত মডেলের দাম কমে ৬৩,৯৯৯ টাকা হয়েছে।

OnePlus 10T 5G: ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোনকে ছাড়ের পরে ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আর ব্যাঙ্ক অফারের কথা বললে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০% বা ২,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারেন আপনারা।

iPhone 12: আইফোন ১২ মডেলের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯০০ টাকা। কিন্তু সেলে এটিকে ৯% ডিসকাউন্ট সহ ৫৩,৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। আবার যারা চেকআউটের সময় SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করবেন তাদের ১০% বা ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে।

Motorola Edge 30 Ultra: মোটোরোলা এজ ৩০ আল্ট্রা ফোনের ১২ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের প্রকৃত মূল্য ৭৪,৯৯৯ টাকা হলেও, এটি এখন ফ্লিপকার্টে ৬৪,৯৯৯ টাকায় উপলব্ধ। ব্যাঙ্ক অফারের কথা বললে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করলে ধার্য মূল্যের উপর ১০% বা ২,০০০ টাকা পর্যন্ত অফ পাওয়া যাবে। আর পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করে উক্ত হ্যান্ডসেটটি কিনলে ২৩,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন৷

IQOO 9T 5G: সেলে আইকো ৯টি ৫জি স্মার্টফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য করা হয়েছে ৫৬,৯৯০ টাকা। এছাড়া, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১০% বা ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।

Xiaomi 12 Pro 5G: শাওমি ১২ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৫৭,৯৯০ টাকা। কিন্তু চলমান ফ্লিপকার্ট বিগ দিওয়ালি সেলে এটিকে ৫% ডিসকাউন্ট সহ মাত্র ৫৪,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। ব্যাঙ্ক অফারের কথা বললে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা এটিকে ক্রয় করার ক্ষেত্রে ১০% বা ১,২৫০ টাকা (নন-ইএমআই ট্রানজ্যাকশন) পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। আর, ইএমআই ট্রানজ্যাকশন করলে ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট হস্তগত করা যাবে।