Flipkart Big Saving Days Sale: ২০০ টাকারও কম দামে মিলছে একাধিক অ্যাক্সেসরিজ, কিনবেন নাকি?

গত ৩ মে থেকে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart (ফ্লিপকার্ট)-এ শুরু হয়েছে ‘Big Saving Days Sale’ (বিগ সেভিং ডেজ সেল), যা চলবে আগামী ৮ মে পর্যন্ত। এই সেলে স্মার্টফোন, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিনসহ একাধিক ইলেকট্রনিক গ্যাজেট দুর্দান্ত ছাড়ে কেনার সুযোগ রয়েছে। সেইসাথে এতে ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে। তবে চমকে দেওয়ার মতো খবরটি হল যে, চলতি সেলে একাধিক ইলেকট্রনিক প্রোডাক্ট এবং অ্যাক্সেসরিজ ২০০ টাকারও কমে কিনে ফেলা যেতে পারে। কি, শুনে নিশ্চয়ই খুব অবাক লাগছে? তবে অবাক লাগলেও কথাটা কিন্তু সত্যি। আসুন তাহলে এরকমই কয়েকটি প্রোডাক্টের কথা জেনে নেওয়া যাক।

Flipkart Big Saving Days-এ কিনুন এই প্রোডাক্টগুলি

১. কীবোর্ড এবং মাউস: আপনার বাড়িতে যদি কম্পিউটার থাকে তাহলে আপনাকে জানিয়ে রাখি যে, চলতি সেলে আপনি ২০০ টাকারও কম খরচে ফ্লিপকার্ট থেকে মাউস এবং কীবোর্ড কেনার সুযোগ পাবেন। আসলে এই সেলে ১২৯ টাকায় পাওয়া যাচ্ছে ZEBRONICS-এর ওয়্যারড মাউস। অন্যদিকে, QUANTUM এবং HP-র মাউস কিনতে হলে খরচ পড়বে যথাক্রমে ৯৯ টাকা এবং ১৯৯ টাকা।

২. স্ক্রিন গার্ড: এখনকার দিনে স্মার্টফোন আমাদের সর্বক্ষণের সঙ্গী। আর এই প্রিয় জিনিসটির স্ক্রিনটিকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রায় সকলেই স্ক্রিন গার্ড ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে বলে রাখি যে, চলতি ফ্লিপকার্ট সেলে মাত্র ৯৯ টাকা খরচ করলেই আপনি একটি স্ক্রিন গার্ড কিনে ফেলতে পারবেন। এছাড়া, ইউজারদের সুবিধার্থে ২০০ টাকার কমে একাধিক বিকল্পও মজুত রয়েছে।

৩. মোবাইল কভার: স্মার্টফোনকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে মোবাইল কভারও একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস, যেটি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে স্ক্রিন গার্ডের মতোই ৯৯ টাকা খরচ করলেই এই সেল চলাকালীন আপনি আপনার প্রিয় মুঠোফোনটির জন্য একটি মোবাইল কভার কিনে ফেলতে পারেন। আবার, আপনি যদি একটি ফ্লিপ কভার কিনতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে ১৭৯ টাকা। 

৪. ক্যামেরা লেন্স প্রোটেক্টর: বর্তমান যুগে ক্যামেরার প্রয়োজনীয়তা অনেকটাই কমিয়ে দিয়েছে স্মার্টফোন। কেননা এখন অনেক স্মার্টফোনেই দুর্দান্ত ক্যামেরা থাকায় অধিকাংশ মানুষ এটিকেই ক্যামেরা হিসেবে ব্যবহার করে থাকেন। তাই স্মার্টফোনের সার্বিক সুরক্ষার পাশাপাশি সেটির ক্যামেরাটিকেও সুরক্ষিত রাখা একান্ত আবশ্যক। আর এর জন্য প্রয়োজন হয় ক্যামেরা লেন্স প্রোটেক্টরের। আর চলতি সেলে মাত্র ৯৯ টাকা খরচ করলেই আপনি একটি উন্নত মানের ক্যামেরা লেন্স প্রোটেক্টর কিনতে সক্ষম হবেন।

অন্যান্য আইটেম

বিগ সেভিং ডেজ সেল চলাকালীন ন্যূনতম ১৪৯ টাকা খরচ করলেই মোবাইল চার্জার কিনতে পারবেন ক্রেতারা। আবার, মোবাইল কেবল এবং মোবাইল হোল্ডার কিনতে হলে ক্রেতাদের অন্ততপক্ষে ৪৯ টাকা এবং ৯৯ টাকা ব্যয় করতে হবে।