Flipkart থেকে কেনাকাটা হবে আরও ব্যয়বহুল, চাপবে নতুন প্ল্যাটফর্ম ফি

৫,০০০ টাকার কম কেনাকাটায় প্ল্যাটফর্ম ফি নিচ্ছে Flipkart। সংস্থার ওয়েবসাইট ও অ্যাপ উভয় জায়গা থেকে অর্ডার করলেই এই ফি দিতে হচ্ছে।

Flipkart Charging Platform Fee Rs 3 On Some E-Commerce Orders

ফ্লিপকার্ট তাদের ক্রেতাদের উপর ৩ টাকা প্ল্যাটফর্ম ফি চাপাতে শুরু করল। Flipkart Plus মেম্বারদেরও এই ফি দিতে হবে। অনলাইন ও ক্যাশ অন ডেলিভারি, উভয় অর্ডারের ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম ফি দিতে হবে। এর আগে Zomato, Swiggy তাদের অ্যাপ থেকে খাবার অর্ডার করলে প্ল্যাটফর্ম ফি দেওয়ার প্রথা চালু করেছিল। এবার সেই পথে হাঁটলো Flipkart।

Flipkart চালু করল নতুন প্ল্যাটফর্ম ফি

আজ বেশকিছু ফ্লিপকার্ট ক্রেতা আমাদের জানিয়েছেন যে, ৫,০০০ টাকার কম কেনাকাটায় প্ল্যাটফর্ম ফি নিচ্ছে ফ্লিপকার্ট। সংস্থার ওয়েবসাইট ও অ্যাপ উভয় জায়গা থেকে অর্ডার করলেই এই ফি দিতে হচ্ছে।

অর্ডার চেকআউটের সময় এই ফি দেখা যাচ্ছে। ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে যে, অর্ডার পরিচালনা সুচারু করতে তারা এই ফি নিচ্ছে। তবে ঠিক কত টাকা পর্যন্ত অর্ডারের ক্ষেত্রে এই ফি নেওয়া হবে তা ই-কমার্স সাইটটি স্পষ্ট করেনি।

তবে মনে রাখবেন, কেবল ই-কমার্স বিভাগে অর্ডার করার ক্ষেত্রেই এই ফি দিতে হবে। গ্রোসারি অর্ডারের জন্য আপাতত প্ল্যাটফর্ম ফি প্রযোজ্য নয়। এর আগে আমরা ফ্লিপকার্ট কে প্যাকেজিং ফিও নিতে দেখেছি। সেটিও কেবল ই-কমার্স বিভাগের অর্ডারের জন্য নেওয়া হয়।