TCL Smart TV: ভারতে প্রথম বেজেলহীন গুগল স্মার্ট টিভি লঞ্চ করল টিসিএল, দাম ১৫ হাজার টাকার কম

TCL ভারতের মার্কেটে প্রথম ৩২ ইঞ্চি বেজেলবিহীন গুগল টিভি (Google TV) এবং অ্যান্ড্রয়েড ১১ টিভি (Android 11 TV) নিয়ে আসলো

TCL সম্প্রতি ভারতে তাদের নতুন এস সিরিজের স্মার্ট টিভি (S Series Smart TV) লঞ্চ করেছে। সংস্থাটি জানিয়েছে যে, তারাই ভারতের মার্কেটে প্রথম ৩২ ইঞ্চি বেজেলবিহীন গুগল টিভি (Google TV) এবং অ্যান্ড্রয়েড ১১ টিভি (Android 11 TV) নিয়ে আসলো। টিভিগুলিতে বিল্ট-ইন গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট (Google Voice Assistant), এইচডি (HD) রেজোলিউশন সহ আরও অনেক কার্যকর ফিচার রয়েছে। জানিয়ে রাখি, কোম্পানিটি মোট তিনটি নতুন স্মার্ট টিভি লঞ্চের কথা ঘোষণা করেছে – এস৫৪০০ গুগল টিভি (S5400 Google TV), এস৫৪০০এ প্রিমিয়াম এ+ (S5400A Premium A+) এবং এস৫৪০৩এ (S5403A)। উল্লেখ্য, ডিভাইসগুলি লাইটওয়েট, স্টাইলিশ লুক এবং কম্প্যাক্ট ডিজাইন সহ এসেছে।

ভারতে প্রথম ৩২ ইঞ্চি বেজেললেস Google TV আনল TCL

টিসিএল জানিয়েছে যে, এস৫৪০০ ৩২ ইঞ্চি এফএইচডি গুগল টিভি গ্রাহকদেরকে খুব সহজেই নতুন সিনেমা এবং টিভি শো খুঁজে পেতে সক্ষম করবে। শুধু তাই নয়, ইউজাররা গুগল ওয়াচলিস্ট (Google Watchlist) ব্যবহার করে ডেডিকেটেড লাইব্রেরিতে তাদের প্রিয় কনটেন্ট যুক্ত করতে পারবেন। তদুপরি, ডিভাইসটিতে একটি গুগল কিডস (Google Kids) মোডও রয়েছে, যা বাচ্চাদের জন্য ফিল্টার করা (অর্থাৎ তাদের দেখার উপযোগী) কনটেন্ট অফার করবে। এছাড়া, বিল্ট-ইন ক্রোমকাস্টের (Chromecast) সহায়তায় যে-কোনো ডিভাইস থেকে সরাসরি টিভিতে মিউজিক, ভিডিও স্ট্রিম করা যাবে।

উল্লেখ্য, এস৫৪০০ ছাড়া টিসিএল কর্তৃক আনীত অন্য দুটি টিভি হল এস৫৪০৩এ এবং এস৫৪০০এ ৩২ ইঞ্চি এইচডি অ্যান্ড্রয়েড ১১ টিভি। এ+ এইচডি সাপোর্ট সহ আসা এই নতুন স্মার্ট টিভিগুলিতে দুর্দান্ত ডিসপ্লে দেওয়া হয়েছে, যার দৌলতে ইউজাররা অনবদ্য ভিউয়িং এক্সপেরিয়েন্স অর্জন করতে সক্ষম হবেন। টিসিএল জানিয়েছে যে, নবাগত টিভিগুলির পুরো লাইনআপটি ডলবি অডিও (Dolby Audio) সাপোর্ট করে। এছাড়া, নতুন চালু হওয়া প্রতিটি স্মার্ট টিভিতে ২৪ ওয়াট স্পিকার সিস্টেম রয়েছে, যা ব্যবহারকারীদেরকে ধামাকাদার সারাউন্ড সাউন্ড এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম।

ভারতে নতুন লঞ্চ হওয়া TCL-এর টিভিগুলির দাম

টিসিএল এস৫৪০০ গুগল টিভির দাম শুরু হচ্ছে ১৫,৯৯০ টাকা থেকে। আবার, এস৫৪০০এ এবং এস৫৪০৩এ মডেল দুটি কিনতে হলে ক্রেতাদের অন্ততপক্ষে যথাক্রমে ১৩,৪৯০ টাকা এবং ১৩,৯৯০ টাকা খরচ করতে হবে। উল্লেখ্য, নতুন লঞ্চ হওয়া টিসিএল-এর গুগল টিভি অ্যামাজন (Amazon) থেকে কেনা যাবে; এবং অন্য দুটি অ্যান্ড্রয়েড টিভি ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।