Flipkart Electronics Sale: চরম সস্তায় মিলছে এই ৬টি চমকপ্রদ স্মার্টফোন, অফার মিস করবেন না!

১. Apple iPhone 12 (অ্যাপল আইফোন ১২)-এর ৬৪ জিবি স্টোরেজ মডেলটির এমনিতে দাম ৬৫,৯০০ টাকা হলেও সেল চলাকালীন ১৮% ছাড়ের দরুন ক্রেতারা ৫৩,৯৯৯ টাকায় এই স্মার্টফোনটি কেনার সুযোগ পাবেন। অন্যদিকে, এই ফোনটি কেনার ক্ষেত্রে ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধাও উপলব্ধ রয়েছে। তবে যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপরেই সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ।

২. চলতি সেলে Samsung Galaxy F23 5G (স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি) ফোনটি কিনতে হলে ক্রেতাদের ২২,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১৪,৯৯৯ টাকা খরচ করতে হবে। স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর দ্বারা চালিত এই ৫জি ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬.৬ ইঞ্চি স্ক্রিন এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে যেহেতু সংস্থাটি ফোনটির সাথে চার্জার প্রদান করে না, তাই ক্রেতাদেরকে আলাদা করে এটি কিনে নিতে হবে।

৩. ফ্লিপকার্ট ইলেকট্রনিক্স সেলে ১৯% ছাড়ের সুবাদে Motorola G52 (মোটোরোলা জি৫২) ফোনটি কিনতে হলে গ্রাহকদের ১৭,৯৯৯ টাকার পরিবর্তে ১৪,৪৯৯ টাকা খসাতে হবে।

৪. চলতি সেলে ১৭% ছাড়ের দরুন iPhone 13 (আইফোন ১৩)-এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ক্রেতারা ৭৯,৯০০ টাকার বদলে ৬৫,৯৯৯ টাকায় পকেটস্থ করতে পারবেন। সেইসাথে এতে ১৯,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে।

৫. যারা খুব কম দামের বেসিক স্মার্টফোন কিনতে চান, তারা Realme C11 (2021) মডেলটি কেনার কথা চিন্তাভাবনা করতে পারেন। এই এন্ট্রি লেভেল ফোনটি বর্তমানে ফ্লিপকার্টে ৭,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার, পুরোনো ফোন এক্সচেঞ্জ করে এই হ্যান্ডসেটটি কিনতে চাইলে গ্রাহকরা ৬,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে সক্ষম হবেন।

৬. চলতি সেলে ১৯% ছাড়ের সুবাদে ১৬,৯৯৯ টাকার Moto G32 (মোটো জি৩২) ফোনটি ১২,৯৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। তদুপরি, এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ক্রেতারা আরও ১,০০০ টাকা ছাড় পেতে সক্ষম হবেন।

উল্লেখ্য এই সেলের জন্য ফ্লিপকার্ট এবং এসবিআই (SBI) হাত মিলিয়েছে। ফলে সেল চলাকালীন ক্রেতারা এসবিআইয়ের ক্রেডিট কার্ড এবং ইয়োনো (YONO) এসবিআই অপশন ব্যবহার করে স্মার্টফোনগুলি কিনলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এর মধ্যে কার্ডে ফুল সোয়াইপ ট্রানজাকশন করলে সর্বোচ্চ ৭৫০ টাকা মিলবে, অন্যদিকে ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে দেওয়া হবে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়।