Flipkart Electronics Day Sale: দুর্দান্ত ছাড়ে কিনুন যেকোনো সাইজের স্মার্টটিভি, দাম শুরু মাত্র ১২,৪৯৯ টাকা থেকে

পার্বণ বা উপলক্ষ্য থাক ছাই না থাক, বর্তমানে অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিতে আমরা প্রায় নিত্যদিনই বিশেষ সেল চলতে দেখি। সেক্ষেত্রে এই গতানুগতিক ধারা মেনেই সম্প্রতি Flipkart Electronics Day Sale (ফ্লিপকার্ট ইলেকট্রনিক্স ডে সেল)-এর আয়োজন করেছে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart। গতকাল অর্থাৎ ১৪ জুলাই থেকে এই সেল শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। সুবিধা বলতে চলতি সেলে ক্রেতারা নির্বাচিত ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওপর বিশেষ ছাড় পাবেন। আর যারা হালফিলে ব্র্যান্ড-নিউ স্মার্ট টিভি কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য তো এই সেলে রয়েছে সোনায় সোহাগা অফার। আসলে Flipkart Electronics Day Sale-এ Blaupunkt (ব্লপাঙ্কট) কোম্পানির স্মার্ট টিভি নানাবিধ অফারের আওতায় অত্যন্ত সস্তায় কেনা যাবে। তাও একটি বা দুটি নয়, এই ব্র্যান্ডের মোট ছয়টি টিভি অফারে কেনা যাবে।

আপনাদের জানিয়ে রাখি, চলতি ফ্লিপকার্ট সেলে ব্লপাঙ্কটের ৩২ ইঞ্চি থেকে শুরু করে ৬৫ ইঞ্চি পর্যন্ত সাইজের টিভিতে আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে। তদুপরি, ইউজারদের অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ফ্লিপকার্ট। তবে এই অফারটি এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। অন্যদিকে সমস্ত ক্রেতাই নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন। তাহলে চলুন, এখন দেখে নিই চলতি সেলে ব্লপাঙ্কটের কোন টিভি কত দামে পাওয়া যাবে।

Flipkart Electronics Day Sale-এ Blaupunkt-এর এই স্মার্ট টেলিভিশনগুলিতে পাবেন দারুণ ছাড়

– এক্ষেত্রে Blaupunkt Cyber Sound 32-inch স্মার্ট টিভি কিনতে হলে খরচ পড়বে ১২,৪৯৯ টাকা। এটিতে এইচডি রেডি স্ক্রিন ও দুটি স্পিকার রয়েছে এবং এটি ৪০ ওয়াট স্পিকার আউটপুট সাপোর্ট করে।

– সংস্থার দ্বিতীয় টিভি মডেলটি ৪২ ইঞ্চি ফুল এইচডি (১৯২০×১০৮০ পিক্সেল) স্ক্রিনসহ আসে। ফিচারের কথা বললে, এই স্মার্ট টিভিটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম, আল্ট্রা-থিন বেজেল, ১ জিবি র‌্যাম, ৮ জিবি স্টোরেজ, সারাউন্ড সাউন্ড সার্টিফাইড অডিও এবং ৪০ ওয়াট স্পিকার আউটপুটসহ দুটি স্পিকার। সেল চলাকালীন এই ইলেকট্রনিক্স প্রোডাক্টটি কিনতে হলে ক্রেতাদের ১৭,৯৯৯ টাকা ব্যয় করতে হবে।

– ব্লপাঙ্কটের ৪৩ ইঞ্চি আল্ট্রা-এইচডি (৩৮৪০×২১৬০ পিক্সেল) টিভিটি চলতি সেলে ২৬,৯৯৯ টাকায় কেনা যাবে। বেজেললেস ডিজাইনসহ আসা অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই স্মার্টটিভিটিতে রয়েছে ২ জিবি র‌্যাম, ৮ জিবি স্টোরেজ এবং ৫০ ওয়াট স্পিকার আউটপুটসহ চারটি স্পিকার। সেইসাথে ডলবি ডিজিটাল প্লাস, ডিটিএস ট্রুসারাউন্ড সার্টিফাইড অডিওর মত কার্যকর ফিচারও এই মডেলটিতে বিদ্যমান।

– একইভাবে কোম্পানির ৫০ ইঞ্চি আল্ট্রা-এইচডি (৩৮৪০×২১৬০ পিক্সেল) টিভির দাম পড়বে ৩৩,৯৯৯ টাকা। এটি অ্যান্ড্রয়েড ১০ ওএসে কাজ করে। অন্যদিকে টিভিটিতে ডলবি ডিজিটাল প্লাস, ডিটিএস ট্রুসারাউন্ড সার্টিফাইড অডিও, চারটি স্পিকার, ২ জিবি র‌্যাম এবং ৬০ ওয়াট স্পিকার আউটপুট দেওয়া হয়েছে।

– ব্লপাঙ্কটের পাঁচ নম্বর মডেল অর্থাৎ বেজেললেস ৫৫ ইঞ্চি আল্ট্রা-এইচডি (৩৮৪০×২১৬০ পিক্সেল রেজোলিউশন এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ) টিভিটি কিনতে চাইলে গ্রাহকদের ৩৮,৯৯৯ টাকা খসাতে হবে। এতে রয়েছে ডলবি ডিজিটাল প্লাস, ডিটিএস ট্রুসারাউন্ড সার্টিফাইড অডিও এবং এমএস১২ সাউন্ড টেকনোলজি। এর পাশাপাশি ডিভাইসটিতে ৬০ ওয়াট সাউন্ড আউটপুট দেওয়া হয়েছে, যা ডলবি অ্যাটমসকে ডিকোড এবং এনহ্যান্স করতে পারে। ফলে, এই টিভির সুবাদে ঘরে বসেই সিনেমা হলের মজা উপভোগ করতে পারবেন ইউজাররা।

– এছাড়া সংস্থার ৬৫ ইঞ্চি টিভি কিনতে গেলে ৫৫,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই টিভিটিতে রয়েছে আল্ট্রা-এইচডি স্ক্রিন, ডলবি ডিজিটাল প্লাস, ডিটিএস ট্রুসারাউন্ড সার্টিফাইড অডিও, ডলবি এমএস১২ সাউন্ড টেকনোলজি এবং ৬০ ওয়াট স্পিকার আউটপুট যা ডলবি অ্যাটমোস ও চারটি স্পিকারসহ আসে।