সমস্ত কেনাকাটায় অতিরিক্ত ডিসকাউন্ট, Flipkart Group Buy ফিচারের ফায়দা ওঠান আজই

বিপণনের দুনিয়ায় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ব্যবধান যত কমতে থাকে, ঠিক ততটাই ব্যবসার শ্রীবৃদ্ধি হয়। সেক্ষেত্রে এই দূরত্ব কমানোর সবচেয়ে সহজ উপায় হল, খরিদ্দারদের দুর্দান্ত ছাড় প্রদান করা। তাই নিজেদের ব্যবসায়িক উন্নতির স্বার্থে আজকাল সবকটি ই-কমার্স প্ল্যাটফর্মই সারা বছর ধরে ইউজারদেরকে ব্যাপক ছাড়ে নানাবিধ প্রোডাক্ট কেনার সুযোগ দেয়। আর এই সহজ অঙ্কের উপরে ভর করেই জনপ্রিয় ই-কমার্স সংস্থা Flipkart সম্প্রতি তার ক্রেতাদের জন্য একটি নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে, যার নাম হল ফ্লিপকার্ট গ্রুপ বাই ফিচার (Flipkart Group Buy Feature)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, ক্রেতাদের শপিং এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করার পাশাপাশি নতুন ফিচারটি ইউজারদেরকে অতিরিক্ত ছাড়ে বিভিন্ন প্রোডাক্ট খরিদ করতে সহায়তা করবে।

লঞ্চ হল Flipkart Group Buy Feature, মিলবে আরও বেশি ছাড়

আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন ফ্লিপকার্ট গ্রুপ বাই ফিচারের আওতায় ক্রেতারা অতিরিক্ত ১৫ শতাংশ ছাড় পেতে সক্ষম হবেন। এই অফারটি জুতো, জ্যাকেট, কুর্তা, ব্যাগ, টি-শার্ট, বাচ্চাদের পোশাক, ঘড়ি এবং গহনা সহ নির্বাচিত কিছু বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য। তবে সংস্থার তরফে জানানো হয়েছে যে, অতিরিক্ত ছাড় পেতে হলে ক্রেতাদের গ্রুপকে ২৪ ঘণ্টার মধ্যে অর্ডার দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, হোমপেজে কিন্তু এই ফিচারটির দেখা মিলবে না। সেক্ষেত্রে ফ্লিপকার্ট গ্রুপ বাই ফিচারের ফায়দা ওঠাতে চাইলে ইউজারদেরকে নিজস্ব মোবাইলে সংস্থার শপিং ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।

কীভাবে Flipkart Group Buy Feature-এর সন্ধান পাবেন?

ধাপ ১: প্রথমে ফ্লিপকার্ট অ্যাপের ফ্যাশন ক্যাটাগরিতে ট্যাপ করুন, তারপর নিজের আঙুলের সাহায্যে স্ক্রিনে স্ক্রোল করতে থাকুন।

ধাপ ২: এরপরে আপনি ফ্লিপকার্ট গ্রুপ বাই শপ টুগেদার, সেভ বিগার (Flipkart Group Buy Shop Together, Save Bigger) নামক একটি ব্যানার দেখতে পাবেন।

কীভাবে Flipkart Group Buy Feature-এর ফায়দা ওঠাবেন?

ধাপ ১: গ্রুপ বাই অফারটির ফায়দা ওঠানোর জন্য, আপনাকে প্রথমে গ্রুপ বাই প্রোডাক্টগুলি খুঁজে বের করতে হবে যা উল্লিখিত ক্যাটাগরিগুলির অধীনে উপলব্ধ।

ধাপ ২: অফারটির সুবিধা লাভ করার জন্য এখন আপনাকে এক বা একাধিক বন্ধুর সাথে লিঙ্কটি শেয়ার করতে হবে, এবং ২৪ ঘণ্টার মধ্যে কেনাকাটা সেরে ফেলতে হবে। তবে যদি আপনার গ্রুপটি নির্ধারিত সময়ের মধ্যে কিছু কিনতে না পারে, তবে অর্ডারটি বাতিল করা হবে এবং অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য যে, ফ্লিপকার্ট গ্রুপ বাই ফিচারটি টি-শার্টে ৯০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দেয়, যা নিঃসন্দেহে এক দারুণ ব্যাপার। তবে একযোগে গ্রুপের সকলে মিলে ঠিক কী ধরনের প্রোডাক্ট কিনলে এই নয়া ফিচার মারফত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে, সে সম্পর্কে এখনও ফ্লিপকার্টের তরফে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আজ থেকে শুরু হচ্ছে Flipkart Big Saving Days Sale

প্রসঙ্গত জানিয়ে রাখি, বছরের শেষান্তে ক্রেতাদেরকে জমিয়ে কেনাকাটা করার সুযোগ করে দিতে আজ, অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট বিগ সেভিংস ডেজ সেল (Flipkart Big Saving Days Sale), যেটি চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। ই-কমার্স প্ল্যাটফর্মটি কর্তৃক আয়োজিত চলতি বছরের সম্ভাব্য শেষ সেলে বিভিন্ন ফ্যাশন প্রোডাক্ট, স্মার্টফোন, ইলেকট্রনিক ডিভাইস, হোম অ্যাপ্লায়েন্স সহ আরও নানাবিধ পণ্য বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। তদুপরি, ই-কমার্স সাইটটি অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা দিচ্ছে। উপরন্তু, সংস্থাটি একটি পে লেটার (Pay Later) ফিচার অফার করছে, যা ব্যবহারকারীদের নির্বাচিত কিছু জিনিস কেনাকাটার ক্ষেত্রে ২৫০ টাকার একটি গিফট কার্ড পেতে সহায়তা করবে। সেক্ষেত্রে এমনিতে তো এই সেলে নানাবিধ প্রোডাক্টের ওপর দুর্দান্ত ছাড়ের সুবিধা মিলবেই, তদুপরি নয়া Flipkart Group Buy Feature-এর ফায়দা ওঠাতে পারলে ক্রেতারা যে যারপরনাই উপকৃত হবেন, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।