দুই, তিন, ও চার চাকার বৈদ্যুতিক গাড়ির চার্জের ব্যবস্থা এক ছাদের তলায়, দেশের বিভিন্ন প্রান্তে চার্জিং স্টেশন গড়বে Ather Energy

এবার এক ছাদের তলায় ই সকল প্রকার বৈদ্যুতিক গাড়ি (দুই, তিন ও চার চাকার) চার্জ দেওয়ার সুবিধা পাবেন আমজনতা। দেশের একাধিক জায়গায় নব প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির (EV) চার্জিং স্টেশন বসাতে চলেছে ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা এথার এনার্জি (Ather Energy)। এই মর্মে দেশের অন্যতম ইভি সলিউশন কোম্পানি ম্যাজেন্টা চার্জগ্রিড (Magenta ChargeGrid)-এর সাথে হাত মিলিয়েছে এথার। এই চার্জিং স্টেশনগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে ম্যাজেন্টা।

স্বভাবতই দেশের বিভিন্ন স্থানে চার্জিং স্টেশনগুলি তৈরীর মাধ্যমে নিজেদের ব্যবসার প্রসার ঘটানোর মোক্ষম সুযোগ মিলবে সংস্থাদ্বয়ের। এছাড়াও বিভিন্ন সেগমেন্টের বৈদ্যুতিক গাড়ির মালিকদের চার্জ করানোর দুশ্চিন্তা ঘুচতে চলেছে বলে আশাবাদী তারা। স্টেশন বসানোর জন্য উপযুক্ত এলাকা অতি কৌশলের সাথে পছন্দ করা হবে, যাতে সেগুলি বৃহৎ সংখ্যক গ্রাহকের নাগালের মধ্যেই থাকে। আবার স্টেশন চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ যাতে ঠিকঠাক হয়, সেদিকেও লক্ষ্য রাখা হবে।

দেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহর এবং জাতীয় সড়কের ধার ঘেঁষে গড়ে তোলা হবে চার্জিং স্টেশন। এই প্রসঙ্গে ম্যাজেন্টার প্রতিষ্ঠাতা ও পরিচালন অধিকর্তা ম্যাক্সসন লেবিস বলেন, “এথার এনার্জির সাথে এই যৌথ উদ্যোগ আমাদের লক্ষ্য পূরণ এবং দেশের গ্রাহকদের স্মার্ট ও সুরক্ষিত চার্জিং স্টেশনের সুবিধা পেতে সহায়তা করবে। যা বৈদ্যুতিক গাড়ি কিনতে গ্রাহকদের উৎসাহ জোগাবে।”

প্রসঙ্গত, ভারতের আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে এই চার্জিং স্টেশন উন্নয়নের কাজে ব্রতী হয়েছে ম্যাজেন্টা চার্জগ্রিড। ২০১৮ সাল থেকে সংস্থার তিনটি শাখা Magenta ChargeGrid (চার্জারের সরঞ্জাম), ChargeGrid (চার্জিং পরিষেবা) এবং eMobility একত্রে বৈদ্যুতিক গাড়ির ইকোসিস্টেমের সমন্বিত সমাধানের জন্য কাজ করে চলেছে।

এদিকে চার্জিং স্টেশন বসানোর ক্ষেত্রে এবং দেশের ইলেকট্রিক টু-হুইলারের বাজারে প্রথম সারির সংস্থাগুলির মধ্যে অন্যতম এথার এনার্জি। ইতিমধ্যেই দেশের ৩৫টি শহরে নিজেদের গ্রিড পয়েন্টে ৩৩০+ ফাস্ট চার্জিং স্টেশন গড়ে তুলেছে তারা। আবার আগামী তিন বছরের মধ্যে সমগ্র ভারতে ৫,০০০ ফাস্ট চার্জার বসানোর জন্য বিভিন্ন সংস্থার সাথে হাত মেলাচ্ছে এথার।