Myntra-র বাজারে থাবা বসাচ্ছে Reliance, Nykaa, বিপদ বুঝে ৮৮৫ কোটি টাকা বিনিয়োগ Flipkart এর

মার্কেটপ্লেস (Marketplace) সহ নিজেদের নতুন হেলথকেয়ার (Healthcare) ব্যবসায় প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বিরাট অঙ্ক বিনিয়োগের পর ভারতের জনপ্রিয়তম ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট (Flipkart) এবার সহযোগী অনলাইন ফ্যাশন রিটেইল প্ল্যাটফর্ম মিন্ত্রায় (Myntra) ১১৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৮৫ কোটি টাকা) বিনিয়োগ করলো। সংবাদ সংস্থা ET Telecom -এর রিপোর্টের মতে, গত ২৫শে মার্চ, ২০২২ নাগাদ ওয়ালমার্ট (Walmart) পরিচালিত Flipkart, সহযোগী Myntra -য় উক্ত অঙ্কের বিনিয়োগ সেরে ফেলেছে। এই নিয়ে কেবলমাত্র মার্চ মাসেই সংস্থাটি নিজেদের একাধিক ব্যবসায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করলোl।

ET Telecom -এর রিপোর্ট অনুযায়ী, গত ৩১শে মার্চ ফ্লিপকার্ট তাদের মার্কেটপ্লেসে ৫৫৩ মিলিয়ন এবং নয়া হেলথকেয়ার ব্যবসায় প্রায় ১৪৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তারই ধারাবাহিকতায় ৬ই এপ্রিল সংস্থাটি হেলথকেয়ার ব্যবসার জন্য Flipkart Health+ নামক একটি সম্পূর্ণ পৃথক অ্যাপ্লিকেশন লঞ্চ করে। এর দ্বারা ব্যবহারকারীরা অনলাইনে নিজেদের প্রয়োজনীয় ওষুধের অর্ডার দিতে পারবেন।

ঠিক যে কারণে Myntra -য় বড় বিনিয়োগ করছে Flipkart

উল্লেখ্য, সম্প্রতি রিলায়েন্সের (Reliance) মালিকানাধীন Ajio অনলাইন ফ্যাশন মার্কেটে মিন্ত্রার কঠিন প্রতিপক্ষ রূপে উঠে এসেছে। তাছাড়া যে বিউটি ও পার্সোনাল কেয়ার বিভাগে মিন্ত্রা এতদিন পর্যন্ত দাপিয়ে বেড়াতো, সেখানেও তাদের টেক্কা দিতে উপস্থিত Nykaa, যারা প্রতিনিয়ত মিন্ত্রার বাজারে নতুন করে থাবা বসাচ্ছে।

অবশ্য এটুকুই নয়, বহুজাতিক রিলায়েন্স ছাড়া টাটা গ্রুপও (Tata Group) সম্প্রতি বিউটি ও পার্সোনাল কেয়ার প্রোডাক্টের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরীর উপরে মনোযোগ দিয়েছে। এমনকি তারা বেশ কিছু ফ্যাশন প্ল্যাটফর্ম, যথা – Tata Cliq, Westside প্রভৃতি জনসমক্ষে এনেছে। তাছাড়া সদ্য সংস্থার বহুপ্রতীক্ষিত সুপার অ্যাপ Tata Neu লঞ্চ হয়। চলতি মাসের ৭ই এপ্রিল টাটা গোষ্ঠীর তরফ থেকে এই অ্যাপটিকে প্রকাশ্যে আনা হয়েছে।

অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতার মুখে সহজে আত্মসমর্পণ নয় বরং প্রতিদ্বন্দ্বীদের সাথে পাল্লা দিতেই ফ্লিপকার্ট, মিন্ত্রায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মিন্ত্রার বর্তমান সিইও (CEO) নন্দিতা সিংহ সংবাদ সংস্থাকে ET ‘কে জানিয়েছেন যে অত্যাধুনিক লাইভ কমার্স ফিচার ব্যবহার করে তারা খুব জলদি বিউটি ও পার্সোনাল কেয়ার প্রোডাক্টের বাজারে প্রবেশ করতে চলেছেন। সেক্ষেত্রে জেড প্রজন্মের (Gen Z) নতুন ক্রেতাদের আকর্ষণ করাই তাদের অন্যতম লক্ষ্য হবে।

এছাড়া Flipkart সিইও কল্যাণ কৃষ্ণমূর্তিও Myntra -য় বিনিয়োগের কথা স্বীকার করে নিয়েছেন। তার বক্তব্য, আলোচ্য সংস্থায় ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে এভাবেই তারা এর (Myntra -র) প্রসার ও বৃদ্ধিকে ত্বরান্বিত করবেন।