ধামাকা অফার, 7000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরার এই 5G ফোন, দাম দেখে নিন

iQOO Z7s 5G হ্যান্ডসেটটি ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার এর সাথে ১৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পাওয়া যাবে

iQOO স্মার্টফোন ভারতে বেশ জনপ্রিয়। তাই আপনি যদি নতুন কোনো ফোন কিনতে চান, তাহলে iQOO ডিভাইস নিতে পারেন। আর এখন সংস্থার ফোনগুলির উপর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আসলে গতকাল থেকে শুরু হয়েছে Amazon Kickstarter Deal। আর এই ডিলে iQOO Z7s 5G এমআরপির চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। এই ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ২৩,৯৯৯ টাকা। তবে এখন হ্যান্ডসেটটি ১৬,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার iQOO Z7s 5G এর সাথে ১৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে আবার ১৫,১০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে।

iQOO Z7s 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো জেড৭এস ৫জি ফোনে আছে ৬.৩৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এই অ্যামোলেড ডিসপ্লে ১৩০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য iQOO Z7s 5G হ্যান্ডসেটে এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। একই সঙ্গে সেলফি তোলার জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। 

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত iQOO Z7s 5G ডিভাইসে রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিনে চলবে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল সিম, ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকের মতো অপশন উপলব্ধ।