বাড়ির দোরগোড়ায় ওষুধ ডেলিভারি করবে Flipkart, লঞ্চ হল সংস্থার Health+ অ্যাপ

এবার Flipkart (ফ্লিপকার্ট)-এর হাত ধরে বাড়ির দোরগোড়ায় ওষুধের ডেলিভারি পেতে সক্ষম হবেন গ্রাহকরা। আসলে বুধবার এই জনপ্রিয় ই-কমার্স সংস্থাটি Flipkart Health+ (ফ্লিপকার্ট হেল্থ+) নামক একটি ডিজিটাল হেল্থকেয়ার মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম চালু করার কথা ঘোষণা করেছে। ফলে এবার থেকে গৃহস্থালির সামগ্রী, বিভিন্ন ইলেক্ট্রনিকস প্রোডাক্টসহ অন্যান্য নানাবিধ জিনিসের পাশাপাশি Amazon-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানিটি এখন সাশ্রয়ী মূল্যে সারা দেশে লক্ষ লক্ষ গ্রাহককে আসল ও উন্নত গুণমানসম্পন্ন ওষুধ, বিভিন্ন হেল্থকেয়ার প্রোডাক্ট এবং সার্ভিস প্রদান করবে।

ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে যে, নতুন হেল্থ+ অ্যাপের মাধ্যমে দেশের প্রায় ২০ হাজার পিন কোডে ওষুধ ডেলিভারি করা হবে। এক্ষেত্রে দুর্দান্ত ছাড়ে এবং সাধারণ দোকানের থেকে অত্যন্ত সস্তায় ক্রেতারা যে-কোনো ওষুধ এই অ্যাপ থেকে কিনতে পারবেন। উল্লেখ্য, সারা দেশে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহের জন্য ফ্লিপকার্ট, Sastasundar.com হেল্থকেয়ার নেটওয়ার্কের সাথে অংশীদারিত্ব করেছে। আসলে কোভিড-১৯ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই সুস্থ থাকার জন্য অনলাইনে প্রয়োজনীয় ওষুধ এবং যাবতীয় সামগ্রী কেনার চাহিদা বেড়েছে। আর দেশের সব জায়গায় সকল মানুষের এই চাহিদা মেটাতে ফ্লিপকার্ট হেল্থ+ সক্ষম হবে বলেই সংস্থার অভিমত।

বলে রাখি, ফ্লিপকার্টের সঙ্গে ৫০০টিরও বেশি ইনডিপেন্ডেন্ট সেলর রয়েছে, যাদের সহায়তায় হেল্থ+ সার্ভিসের পথ চলা শুরু হবে। এছাড়াও, আরও বেশি সংখ্যক দোকানের সঙ্গে টাই-আপ করার পরিকল্পনা রয়েছে সংস্থার। ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে যে, প্রতিটি দোকানে রেজিস্টার্ড ফার্মাসিস্ট রয়েছে এবং যাবতীয় সরকারি প্রোটোকল মেনেই এই দোকানগুলি থেকে ওষুধ বিক্রি করা হয়। সেক্ষেত্রে এই সব স্টোরগুলি থেকে ওষুধ সংগ্রহ করে ফ্লিপকার্ট তার নিজস্ব ডেলিভারি সংস্থার মাধ্যমে গ্রাহকদের ডোরস্টেপ ডেলিভারি করবে। উপরন্তু, ভবিষ্যতে টেলিকনসাল্টেশন এবং ই-ডায়াগনস্টিকসের মতো সার্ভিস প্রদান করার জন্য ফ্লিপকার্ট হেল্থ+ থার্ড পার্টি হেল্থকেয়ার সার্ভিস প্রোভাইডারদের সাথে হাত মেলাবে।

আপনাদেরকে জানিয়ে রাখি যে হেল্থ+, মূল ফ্লিপকার্ট অ্যাপের থেকে সম্পূর্ণ পৃথক একটি অ্যাপ। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে উপলব্ধ, তবে খুব শীঘ্রই আইওএসেও এই অ্যাপটির দেখা মিলবে। এদিকে ফ্লিপকার্টের এই নয়া উদ্যোগের সুবাদে Tata 1MG, Pharmeasy, Netmeds-এর মতো মেডিসিন ডেলিভারি অ্যাপগুলিকে যে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে, সেকথা বলাই বাহুল্য!

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

31 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

39 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

56 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

60 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago