আজই অফারের শেষ দিন, অনেক কমে কিনে নিন Realme C21Y, Oppo A53s, iPhone SE, Vivo X70 Pro
Flipkart আয়োজিত ‘Jingle Days Sale’ এর অন্তিম দিন ছিল গতকাল। তবে ‘ক্রিস্টমাস’ উপলক্ষে নিয়ে আসা এই সেল শেষ হয়ে গেলেও ‘Smartphone Year End Sale’ কিন্তু এখনো চলমান আছে ই-কমার্স সাইটটির নিজস্ব সাইটে। যদিও আজ অর্থাৎ ৩০ ডিসেম্বর এই সেলটিও শেষ হবে। এই সেলে উপলব্ধ একাধিক অফার সম্পর্কে আমরা এর আগেও আপনাদের জানিয়েছিলাম। তবুও যারা এখনো পর্যন্ত সেলটির লাভ ওঠাতে পারেননি, তাদের জন্য আজ অন্তিম দিনে এসে আবারো একগুচ্ছ সেরা অফারের হদিস নিয়ে চলে এলাম আমরা। এই প্রতিবেদনে, বাজেট, মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম -এই তিনটি সেগমেন্টের মোট ৪টি ‘বেস্ট সেলিং’ স্মার্টফোনকে ‘Smartphone Year End’ সেলে কী কী অফারের সাথে পাওয়া যাচ্ছে তার জানান দেব আমরা। এক্ষেত্রে জানিয়ে রাখি, আলোচিত স্মার্টফোনের মধ্যে Realme, Vivo, Oppo এমনকি Apple ব্র্যান্ডের মডেল সামিল আছে এবং উল্লেখিত প্রত্যেকটি ব্র্যান্ডই তাদের ফোনে ৮ জিবি পর্যন্ত র্যাম, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, HD বা FHD+ ডিসপ্লে প্যানেল ও শক্তিশালী ব্যাটারি অফার করছে।
ফ্লিপকার্ট স্মার্টফোন ইয়ার এন্ড সেল অফার (Flipkart Smartphone Year End Sale Offer)
Realme C21Y: ফ্লিপকার্ট স্মার্টফোন ইয়ার এন্ড সেল চলাকালীন অর্থাৎ আজ রাত ১২টা পর্যন্ত আপনারা মাত্র ৮,৯৯৯ টাকা খরচ করে রিয়েলমি সি২১ওয়াই স্মার্টফোনকে বাড়ি নিয়ে আসতে পারবেন। এই দাম ফোনের ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ অপশনের। Flipkart Axis ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা এই ফোনের খরিদ্দারীর ক্ষেত্রে ৫% ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়া, অতিরিক্ত ১,০০০ টাকার একটি ‘স্পেশাল’ ডিসকাউন্টও দেওয়া হচ্ছে সেলে। কিস্তিতে টাকা শোধ করতে চাইলে, মাসিক ৩১২ টাকার নো-কস্ট ইএমআই অপশন পাওয়া যাবে। আর, পুরোনো মোবাইল বদলে এই নয়া স্মার্টফোন কিনলে ৮,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে।
ফিচার : Realme C21Y স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০) ডিসপ্লে। এই ডিসপ্লের ওয়াটার ড্রপ নচের মধ্যে দেখা যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার রিয়ার প্যানেলে থাকছে, ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল মনোক্রম লেন্স। এই ক্যামেরাগুলি পিডিএএফ, সুপার নাইটস্কেপ মোড সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য, রিয়েলমি সি২১ ওয়াই ফোনে ব্যবহার করা হয়েছে মালি জি৫২ জিপিইউ সহ অক্টা-কোর ইউনিসক টি৬১০ প্রসেসর। সিকিউরিটির জন্য এতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। আবার, পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে রিভার্স চার্জিং সাপোর্ট করবে।
Oppo A53s 5G: ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহযোগে আসা ওপ্পো এ৫৩এস ৫জি স্মার্টফোনকে সেলে ১৫,৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। অফারের কথা বললে, চেকআউটের সময়ে Flipkart Axis ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে টাকা শোধ করলে অতিরিক্ত ১,৫০০ টাকা ডিসকাউন্ট মিলবে। আর যদি একসাথে পুরো টাকা শোধ না করতে চান তবে, প্রতি মাসে ৫৫৫ টাকার ইএমআই অপশনে বেছে নিতে পারেন। তদুপরি, ক্রেতারা এই ফোনের সাথে ৩,০০০ টাকার একটি স্পেশাল’ ডিসকাউন্টও পেয়ে যাবেন আজকে। এছাড়া, পুরোনো ফোন এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ১৫,৫৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।
ফিচার : ৬.৫২ ইঞ্চি (৭২০x১,৬০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে আসা ওপ্পো এ৫৩এস স্মার্টফোনে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর আছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১.১ কাস্টম ওএস দ্বারা চালিত হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি তোলার জন্য ব্যবহারকারীরা এতে পেয়ে যাবেন ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫জি কানেক্টিভিটির এই ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে।
Apple iPhone SE: চলমান ফ্লিপকার্ট সেলে অ্যাপল আইফোন এসই ফোনের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে মাত্র ২৮,৪৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। Flipkart Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক হস্তগত করা যাবে। আবার, কিস্তিতে পেমেন্ট করতে চাইলে মাসিক ৯৭৫ টাকার নো-কস্ট ইএমআই অপশনের সুবিধা দেওয়া হচ্ছে। আর, পুরোনো ফোনের পরিবর্তে অ্যাপলের এই নয়া আইফোন কিনলে ১৫,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে।
ফিচার : ডুয়েল সিমের Apple iPhone SE (2020) ফোনে, ৪.৭ ইঞ্চি রেটিনা এইচডি (৭৫০x১,৩৩৪ পিক্সেল) IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ডলবি ভিশন ও এইচডিআর ১০ টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনে এ১৩ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে আইওএস ১৩ ভার্সন উপলব্ধ। ফটোগ্রাফির জন্য ফোনে, LED ফ্ল্যাশ লাইট সহ ১২ মেগাপিক্সেল (এফ/১.৮ অ্যাপারচার) সিঙ্গেল রিয়ার ক্যামেরা বর্তমান। আবার, ডিসপ্লের উপরিভাগে থাকছে, এফ/২.২ অ্যাপারচার সহ ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মেটালিক বডি ডিজাইনের সাথে আসা এই আইফোনে, ১,৮২১ এমএএইচ পাওয়ারের ইন-বিল্ট ব্যাটারি রয়েছে।
Vivo X70 Pro: ভিভো এক্স৭০ প্রো স্মার্টফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে সেলে ৪৬,৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। খরিদ্দারীর ক্ষেত্রে নির্ধারিত ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৩,২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার, Flipkart Axis ব্যাঙ্কের কার্ড হোল্ডারদের ৫% ক্যাশব্যাক দেওয়া হবে। কিস্তিতে পেমেন্ট করতে চাইলে পাওয়া যাবে মাসিক ৩,৯১৬ টাকার নো-কস্ট ইএমআই অপশন। এছাড়া, ১৫,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের লাভও ওঠাতে পারবেন আপনারা।
ফিচার : Vivo X70 Pro স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২,৩৭৬x১,০৮০ পিক্সেল) অ্যামোলেড LTP ডিসপ্লে, যা ১৯.৮:৯ এসপেক্ট রেশিও এবং ৯২.৭ % স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। ফাস্ট-পারফরম্যান্সের জন্য উক্ত ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ১২ কাস্টম ওএস দ্বারা চালিত। এই প্রিমিয়াম স্মার্টফোনে আপনারা, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সমেত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। আর, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে থাকছে এফ/২.৪৫ অ্যাপারচার সহ একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ডুয়েল সিমের এই ভিভো ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪,৪৫০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি।