আজই শেষ দিন, ৮৫০০ টাকা থেকে কিনে নিন Redmi 9i, iPhone SE সহ নতুন নতুন স্মার্টফোন

Flipkart Samrtphone Year End Sale: ২০২১ সালের শেষ সপ্তাহে এসে স্মার্টফোন ক্রেতাদের মুখে হাসি ফোটাতে ‘Samrtphone Year End Sale’ এর আয়োজন করেছে Flipkart। আজ অর্থাৎ ৩০ ডিসেম্বর এই সেলের শেষদিন। এই প্রতিবেদনে আমরা সেলে উপলব্ধ বাজেট থেকে প্রিমিয়াম রেঞ্জের মোট ৭টি ‘বেস্ট-সেলিং’ স্মার্টফোনের খোঁজ দেব। এই তালিকায় সামিল থাকছে – Poco F3 GT, Realme 8i, Redmi 9i, Realme Narzo 50A, Poco C31, iPhone SE এবং Moto G60 এর মতো ফোন। এই প্রত্যেকটি স্মার্টফোনের সাথে ব্যাঙ্ক অফারের দরুন অতিরিক্ত ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আর ফিচার হিসাবে এগুলিতে HD বা FHD+ ডিসপ্লে, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, অ্যাডভান্স প্রসেসর এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি পেয়ে যাবেন ক্রেতারা। আপনিও যদি উল্লেখিত ফোনগুলির মধ্যে কোনো একটি কিনতে ইচ্ছুক থাকেন, তাহলে এদের দাম, অফার ও ফিচার জেনে নিন।

ফ্লিপকার্ট স্মার্টফোন ইয়ার এন্ড সেল অফার (Flipkart Samrtphone Year End Sale Offer)

Poco F3 GT: অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম ওএস চালিত পোকো এফ৩ জিটি ফোনে দেখা যাবে, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস টার্বো অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ফ্রন্ট ও রিয়ার প্যানেল কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন সহ এসেছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল, যার কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। পোকো এফ৩ জিটি ফোনের পিছনে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। ফাস্ট পারফরম্যান্সের জন্য পোকোর এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি ১২০০ প্রসেসর। ওভার হিটিংয়ের সমস্যা এড়াতে ফোনটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম সহ এসেছে। এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই ফোনে আছে ৫,০৬৫ এমএএইচ পাওয়ারের ব্যাটারি। যার সাথে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই চার্জিং সিস্টেমে ফোনের ব্যাটারি অর্ধেক চার্জ হতে ৩০ মিনিট সময় নেবে। এই ফোনটি IP53 রেটিং সহ এসেছে।

দাম : সেল চলাকালীন Poco F3 GT স্মার্টফোনের দাম ২৮,৯৯৯ টাকা থাকবে। এই দাম ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের। অফার হিসাবে, যেসকল ক্রেতারা Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করবেন, তাদের অতিরিক্ত ৫% ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া ইএমআই, এক্সচেঞ্জ অফার উপলব্ধ। এটি গানমেটাল সিলভার ও প্রিডেটর ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে।

Realme 8i: রিয়েলমি ৮ আই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে। সাথে থাকছে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে রান করে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেলের, সেকেন্ডারি সেন্সর হিসাবে থাকছে ২ মেগাপিক্সেলের মনোক্রোম পোট্রেট সেন্সর এবং তৃতীয়টি হল ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। একই সাথে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমির এই ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্টচার্জিং সাপোর্ট করে।

দাম : Realme 8i ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে সেলে ১৩,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। এটিকেও Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে অতিরিক্ত ৫% ডিসকাউন্টের সাথে কিনে নেওয়া যাবে। উল্লেখ্য, এই স্মার্টফোনকে, স্পেস ব্ল্যাক এবং স্পেস পার্পল – এই দুই কালার বিকল্পে বেছে নেওয়া যাবে।

Redmi 9i: রেডমি ৯আই স্মার্টফোনে আছে একটি ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস (৭২০×১,৬০০ পিক্সেল) IPS ডিসপ্লে। এই ডিসপ্লের এসপেক্ট রেশিও ১৯.৫:৯ এবং এর ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইল। উক্ত ফোনে প্রসেসর হিসাবে ২.০ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ অপারেটিং সিস্টেমে কাজ করবে। ফটোগ্রাফির জন্য রেডমি ৯আই ফোনে ১৩ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর, সেলফি ও ভিডিও কলের জন্য ডিসপ্লের উপরিভাগে থাকছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। আবার, সিকিউরিটির জন্য ফেস আনলক ফিচার বর্তমান। এই ফোনে, ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম : ফ্লিপকার্ট স্মার্টফোন ইয়ার এন্ড সেলে, Redmi 9i ফোনের ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনকে ডিসকাউন্টের সাথে মাত্র ৮,৪৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। তবে, চেকআউটের সময়ে Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করা হলে আরো ৫% ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্রেতারা। এটি মিডনাইট ব্ল্যাক, সি ব্লু এবং নেচার গ্রীন কালারে উপলব্ধ।

Realme Narzo 50A: রিয়েলমি নারজো ৫০এ ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে, যার এসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৮৮.৭%। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। আবার, ফোনের রিয়ার প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এগুলি হল, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। উন্নত পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য নারজো ৫০এ সিরিজের এই ফোনে, আর্ম মালি জি৫২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এই ব্যাটারি ৫৩ দিন স্ট্যান্ডবাই, ৪৮ ঘন্টা কলিং, ২৭ ঘন্টা ইউটিউব ও ৮ ঘন্টা গেমিং টাইম অফার করবে বলে রিয়েলমি দাবি করেছে।

দাম : Realme Narzo 50A ফোনকে আপনারা যদি এখন ফ্লিপকার্টের মাধ্যমে কেনেন তবে, মাত্র ১১,৯৯৯ টাকা খরচ করতে হবে। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের। তদুপরি, Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরো ৫% ছাড় মিলবে। রিয়েলমির এই স্মার্টফোন অক্সিজেন ব্লু ও অক্সিজেন গ্রীন কালারে উপলব্ধ।

Poco C31: পোকো সি৩১ ফোনে দেওয়া হয়েছে একটি ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ইন সেল LCD ডিসপ্লে। ডিউ ড্রপ নচ ডিজাইনের এই ডিসপ্লের এসপেক্ট রেশিও ২০:৯। এতে, পাওয়ারভিআর জিই৮৩২০ (PowerVR GE8320) জিপিইউ এবং ২.৩ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম স্কিন চালিত। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি তোলার জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পোকোর সি সিরিজের এই ফোনে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

দাম : Poco C31 ফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে এখন মাত্র ৯,৪৯৯ টাকা খরচ করে পকেটস্থ করে নেওয়া যাবে। তবে Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ৫% ডিসকাউন্ট মিলবে। এই ফোন শ্যাডো গ্রে ও রয়েল ব্লু কালারে উপলব্ধ।

iPhone SE: আইফোন এসই (২০২০) ফোনে, ৪.৭ ইঞ্চি রেটিনা এইচডি (৭৫০x১,৩৩৪ পিক্সেল) IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ডলবি ভিশন ও এইচডিআর ১০ টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনে এ১৩ বায়োনিক প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে আইওএস ১৩ ভার্সন উপলব্ধ। ফটোগ্রাফির জন্য ফোনে, LED ফ্ল্যাশ লাইট সহ ১২ মেগাপিক্সেল (এফ/১.৮ অ্যাপারচার) সিঙ্গেল রিয়ার ক্যামেরা বর্তমান। আবার, ডিসপ্লের উপরিভাগে থাকছে, এফ/২.২ অ্যাপারচার সহ ৭ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মেটালিক বডি ডিজাইনের সাথে আসা এই আইফোনে, ১,৮২১ এমএএইচ পাওয়ারের ইন-বিল্ট ব্যাটারি রয়েছে। এছাড়া, দ্রুত কাজ করার জন্য ডিভাইসে হেপটিক টাচ টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

দাম : চলমান ফ্লিপকার্ট সেলে, Apple iPhone SE 2020 ফোনের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ২৮,৪৯৯ টাকায় এনলিস্ট করা হয়েছে। আপনারা যদি ফোনটির খরিদ্দারীর ক্ষেত্রে অতিরিক্ত ছাড় পেতে চান, তবে Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এমনটা করলে ধার্য মূল্যের উপর আরো ৫% ডিসকাউন্ট পেয়ে যাবেন। উক্ত আইফোনকে ব্ল্যাক, হোয়াইট ও রেড কালারে বেছে নেওয়া যাবে।

Moto G60: ডুয়েল সিমের মোটো জি৬০ স্মার্টফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৮০ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) ম্যাক্স ভিশন ডিসপ্লে, যা এইচডিআর১০ টেকনোলজি সাপোর্ট করে। এতে ২.৩ গিগাহার্টজ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, জি৬০ সিরিজের এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স + ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, মোটোরোলার এই ফোনে দেওয়া হয়েছে শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম : ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহযোগে আসা Moto G60 ফোনকে, ফ্লিপকার্ট স্মার্টফোন ইয়ার এন্ড সেলের অধীনে মাত্র ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অফারের কথা বললে, Flipkart Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড কার্ড হোল্ডারদের জন্য থাকছে অতিরিক্ত ৫% ইনস্ট্যান্ট ছাড়। এছাড়া এক্সচেঞ্জ অফার ও ইএমআই অপশনের সুবিধা তো আছেই। এই ফোনটি ডায়নামিক গ্রে এবং ফ্রস্টেড শ্যাম্পেন কালারে কেনা যাবে।