অফার! বিরাট সস্তায় কিনে নিন স্মার্টফোনে, Flipkart-এ শুরু হল স্মার্টফোন কার্নিভাল সেল

শুরু হয়ে গেছে ফ্লিপকার্টের ‘স্মার্টফোন কার্নিভাল সেল’ (Flipkart Smartphone Carnival Sale)। ফলে আকর্ষণীয় অফারের সঙ্গে নতুন ফোন কিনতে হলে চট করে ই-কমার্স সংস্থাটির ওয়েবসাইট বা…

শুরু হয়ে গেছে ফ্লিপকার্টের ‘স্মার্টফোন কার্নিভাল সেল’ (Flipkart Smartphone Carnival Sale)। ফলে আকর্ষণীয় অফারের সঙ্গে নতুন ফোন কিনতে হলে চট করে ই-কমার্স সংস্থাটির ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনে হাজির হতে হবে। কারণ কার্নিভাল সেল উপলক্ষ্যে ফ্লিপকার্ট অধিকাংশ স্মার্টফোনের উপরে যে লোভনীয় ছাড় ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করছে তা নতুন গ্রাহকের পক্ষে অত্যন্ত লাভজনক। ফ্লিপকার্টের অফারের তালিকায় থাকা ফোনগুলির মধ্যে উল্লেখযোগ্য হিসেবে iPhone SE, iPhone XR, Realme C12, Poco C3 এবং Realme Narzo 30A – এর কথা বলতে হয়। এই মুহূর্তে ফ্লিপকার্টে উপরোক্ত মোবাইলগুলি অন্য সময়ের তুলনায় যথেষ্ট সাশ্রয়ী মূল্যে কেনা সম্ভব। তাছাড়া অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে ক্রেতার প্রাপ্ত ছাড়ের পরিমাণ আরো ১,২৫০ টাকা বাড়তে পারে! এছাড়া অন্যবারের মতো রয়েছে ইএমআই পেমেন্টের ব্যবস্থাও। উল্লেখ্য, ফ্লিপকার্টের এই স্মার্টফোন কার্নিভাল সেল মার্চের ১২ তারিখ পর্যন্ত চলবে।

Flipkart Smartphone Carnival Sale এর কথা বললে প্রথমেই বলতে হয় Apple iPhone -এর কথা। সেল চলাকালীন iPhone SE (2020) স্মার্টফোনের ৬৪ ও ১২৮ জিবি ভ্যারিয়েন্ট দুটি যথাক্রমে ২৯,৯৯৯ ও ৩৪,৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে। অপরপক্ষে iPhone XR যার বাজারমূল্য ৬৪,৯০০ টাকা, সেল উপলক্ষ্যে সেটাও মিলবে নেহাতই জলের দরে। ফ্লিপকার্টে এই ফোনের ৬৪ ও ১২৮ জিবি ভ্যারিয়েন্ট দুটির দাম পড়বে যথাক্রমে ৩৮,৯৯৯ ও ৪৩,৯৯৯ টাকা!

তবে শুধু আইফোন নয়, প্রিমিয়াম রেঞ্জের আরেকটি ফোন Samsung Galaxy S20 FE কিনতে হলে ফ্লিপকার্ট এখন যথার্থ গন্তব্য, কারণ সেল উপলক্ষ্যে এই ফোনটি ৫,০০০ টাকার বিরাট ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। আবার পুরনো মোবাইল এক্সচেঞ্জ করলে মিলছে অতিরিক্ত ৭,০০০ টাকা ছাড়! Redmi Note 9 Pro Max ফোনের খরিদ্দারদের জন্যেও সুখবর, কেননা প্রায় ২,০০০ টাকা কম মূল্যে, মাত্র ১৪,৯৯৯ টাকার বিনিময়েই ফ্লিপকার্ট ফোনটি ক্রেতার হাতে তুলে দেবে।

Motorola -র নামও এই লিস্টে আছে। সেল চলাকালীন তাদের Moto G 5G হ্যান্ডসেটটি ২,০০০ টাকা ছাড় সহ মাত্র ২১,২০০ টাকায় কেনা সম্ভব। আবার iQoo 3 মডেলটির দাম পড়বে ২৪,৯৯০ টাকা। এটি মাস প্রতি ৪,৯৯৮ টাকার নো-কস্ট ইএমআই বিকল্পের সঙ্গে উপলব্ধ।

আবার স্যামসাং গ্যালাক্সি সিরিজের আরো এক সদস্য Samsung Galaxy F41 ফোনের ক্রেতারা অফার অনুযায়ী পাবেন পুরো ১,৫০০ টাকা ছাড়। এই ফোনের ৬৪ ও ১২৮ জিবি ভ্যারিয়েন্ট দুটির দাম যথাক্রমে ১৫,৯৯৯ ও ১৬,৪৯৯ টাকা। এছাড়া বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন হিসেবে জনপ্রিয় Realme C12 সেলের দরুন আরো সস্তা! ৮,৭১৯ টাকা দাম হলেও ৫০০ টাকা ছাড় সমেত এই ফোনের ৩+৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে মাত্র ৮,৪৯৯ টাকা!

সুতরাং, ফ্লিপকার্টের সেলের সুযোগ নিতে চাইলে নতুন স্মার্টফোন ক্রেতারা একদম দেরী করবেন না। নইলে ১২ই মার্চের পর অযথা হাত কামড়াতে হবে।

বিঃদ্রঃ উপরে যে সমস্ত স্মার্টফোনের দাম আলোচনা করা হয়ে, তাদের স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জানতে ফোনগুলির নামে ক্লিক করুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন