সুপারকয়েন ব্যবহার করা যাবে এবার অফলাইনেও, Flipkart আনলো SuperCoin Pay

ভারতের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম, Flipkart, SuperCoin Pay নামে একটি নতুন ডিজিটাল পেমেন্ট অপশন নিয়ে হাজির হল। নিজেদের সুপারকয়েন রিওয়ার্ডস (SuperCoin Rewards) এর ব্যবহার বাড়াতেই সংস্থার…

ভারতের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম, Flipkart, SuperCoin Pay নামে একটি নতুন ডিজিটাল পেমেন্ট অপশন নিয়ে হাজির হল। নিজেদের সুপারকয়েন রিওয়ার্ডস (SuperCoin Rewards) এর ব্যবহার বাড়াতেই সংস্থার এই পদক্ষেপ। আসলে গ্রাহকরা ফ্লিপকার্ট থেকে কিছু ক্রয় করলে বা গেম খেলে যে সুপারকয়েন এতদিন সঞ্চয় করতো তা কেবল ফ্লিপকার্টেই ব্যবহার করা যেত। কিন্তু এখন ৫০০০ এর বেশি রিটেল আউটলেটেও এই সুপারকয়েন ব্যবহার করা যাবে। অর্থাৎ অনলাইনে পাওয়া রিওয়ার্ড এখন অফলাইনেও কেনাকাটার জন্য ব্যবহার হবে।

Flipkart জানিয়েছে, SuperCoin Pay এর পরিষেবা ফ্যাশন, মুদিদোকান, খাদ্য এবং পানীয় সহ একাধিক রিটেল স্টোরে উপলব্ধ। গ্রাহকরা এই স্টোরে সুপারকয়েন ব্যবহার করে তাদের সম্পূর্ণ বিল (১০০%) পরিশোধ করতে পারবেন। শুধু তাই নয় এখন থেকে ফ্লিপকার্ট ওয়েবসাইট ছাড়াও এই সমস্ত রিটেল স্টোর থেকে প্রোডাক্ট কিনলেও রিওয়ার্ড পাওয়া যাবে বলে কোম্পানি জানিয়েছে।

কিভাবে ফ্লিপকার্ট সুপারকয়েন ব্যবহার করতে হয়

  • – ফ্লিপকার্ট অ্যাপটি খুলুন এবং মেনুতে সুপারকয়েন জোন খুঁজুন
  • – স্টোরে গিয়ে QR কোড স্ক্যান করুন।
  • – আপনি সুপারকয়েন ব্যবহার করে পুরো বিল পরিশোধ করতে পারেন, অথবা ইউপিআই, কার্ড সহ একাধিক পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে বিল পরিশোধ করতে পারবেন।
  • – পেমেন্ট সম্পন্ন হলে কাউন্টারে পেমেন্ট কোড দেখান।

এর পাশাপাশি Flipkart, একটি UPI মত পেমেন্ট সিস্টেম নিয়ে এসেছে, যেটি গ্রাহকদের ফ্লিপকার্ট অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করতে দেয়। এরমাধ্যমে আপনি সুপারকয়েন ব্যবহার করে অর্থ প্রদান করতে পারবেন। কোম্পানিটি বলেছে যে, ইউজাররা গত বছরে ১০ বিলিয়নেরও বেশি সুপারকয়েন অর্জন করেছে এবং এই নতুন উদ্যোগ প্ল্যাটফর্মকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। TimesPoints, Peter England, Cafe Coffee Day, Flying Machine,Oyo Rooms এবং Zingbus এই মুহূর্তে সুপারকয়েন পে এবং সুপারকয়েন এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশীদার।