Year End Sale: বছর শেষের আগে দেদার ছাড় দিচ্ছে Flipkart, ফোন থেকে ল্যাপটপ সবই পাবেন সস্তায়

বছরের শুরু হোক, কোনো বিশেষ অনুষ্ঠান-পার্বণ হোক কিংবা বছরের শেষ – অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলির জন্য যেন সেলের উপলক্ষের অভাব নেই। অন্তত Flipkart-এর সাম্প্রতিক পদক্ষেপ ফের এমনটাই ভাবাচ্ছে। আসলে আর এক সপ্তাহের মধ্যেই শুরু হবে একটি নতুন বছর, ২০২৩ সাল। আর তার আগেই সাধারণ মানুষকে এই বছরের শেষবারের মত সস্তায় কেনাকাটা করার সুযোগ দিতে, গতকাল অর্থাৎ ২৪শে ডিসেম্বর থেকে Flipkart ‘Year End Sale’ নামের একটি বিশেষ বিক্রয়পর্ব লাইভ করেছে। এই সেলটি ২০২২-এর শেষদিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর পর্যন্ত লাইভ থাকবে যেখানে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোন-স্পিকার, বিভিন্ন ইলেকট্রনিক্স বা অ্যাক্সেসরিজে মিলবে দুর্দান্ত ছাড়। এক্ষেত্রে ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে প্রোডাক্ট কিনলে Flipkart দেবে অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

Flipkart Year End Sale-এর ব্যাঙ্ক অফার

প্রথমেই বলে রাখি, ফ্লিপকার্ট ইয়ার এন্ড সেলের জন্য সংস্থাটি মূলত আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)-র সাথে পার্টনারশিপ করেছে। ফলত এই দুটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার কেনাকাটা করলে (প্রিপেইড/ইএমআই ট্রানজাকশনে) ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া ইলেকট্রনিক্স বা অ্যাক্সেসরিজ আইটেমগুলির ক্ষেত্রে ফেডারেল ব্যাঙ্কের কার্ড বা বব ওয়ার্ল্ড (Bob World)-এর ডেবিট কার্ড ব্যবহার করলেও মিলবে একই ছাড়।

বছর শেষে Flipkart থেকে এই প্রোডাক্টগুলি কিনলে হবে দারুণ সাশ্রয়

১. স্মার্টফোনের ওপর অফার: ফ্লিপকার্ট ইয়ার এন্ড সেলে বাজেট রেঞ্জের স্মার্টফোনগুলির দাম ১০,০০০ টাকারও নিচে নেমে এসেছে। যেমন এক্ষেত্রে ১৪,৯৯৯ টাকার Redmi 10 ফোনটি মাত্র ৮,৪৯৯ টাকায় পাওয়া যাবে; আবার ৮,৯৯৯ টাকা দিলেই কেনা যাবে moto g32 ফোন, যার দাম এমনিতে ১৬,৯৯৯ টাকা। একইভাবে Realme C33 হ্যান্ডসেটের জন্য আপনাদের ১১,৯৯৯ টাকার বদলে ৮,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। তবে শুধু এই তিনটি ফোন নয় বরঞ্চ Samsung F13, Infinix Hot 12 Play, Poco C31, Redmi 9 Activ ইত্যাদি ফোনও সেলে সস্তায় বিক্রি হচ্ছে।

২. ল্যাপটপের ওপর অফার: ফ্লিপকার্ট সেলে কোর আই৫ (i5) ল্যাপটপের দাম শুরু হচ্ছে ৩৭,৯৯০ টাকা থেকে, যেখানে গেমিং ল্যাপটপগুলি ন্যূনতম ৪৯,৯৯০ টাকার বিনিময়ে পাওয়া যাবে। একইভাবে কোর আই৩ (i3) মডেলগুলির প্রারম্ভিক দাম পড়বে ২৮,৯৯০ টাকা। শুধু তাই নয়, Asus, Dell, HP, Realme ইত্যাদি ব্র্যান্ডের ল্যাপটপেও নির্দিষ্ট পরিমাণ ছাড় থাকবে।

৩. স্মার্টওয়াচের ওপর অফার: সেল চলাকালীন Realme Watch 2 স্মার্টওয়াচের দাম পড়বে ২,১৯৯ টাকা, যেখানে Noise Caliber 2 Buzz মডেল ২,৯৯৯ টাকা দিয়ে কেনা যাবে। একইভাবে Apple Series 7-এর দাম শুরু হবে ২৭,৪০০ টাকা থেকে। উপরন্তু আপনারা boAt, Ambrane ইত্যাদি ব্র্যান্ডের নির্বাচিত স্মার্টওয়াচ মডেলও কিনতে পারবেন।

৪. অন্যান্য অফার: এই মুহূর্তে ফ্লিপকার্টে ওয়্যারলেস ইয়ারবাড, ব্লুটুথ ইয়ারফোন, গেমিং ইয়ারবাড ইত্যাদি ডিসকাউন্টে কেনা যাবে। অন্যদিকে স্পিকার, সাউন্ডবার ইত্যাদিতেও থাকবে অফার। এছাড়াও মনিটর, প্রিন্টার, কম্পিউটার অ্যাক্সেসরিজের দামের ওপরেও নির্দিষ্ট ছাড় দিচ্ছে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি।