Xiaomi 12 ফ্ল্যাগশিপ সিরিজের সঙ্গে আজ লঞ্চ হবে Mi Pad 5 Pro ট্যাবের নতুন ভ্যারিয়েন্ট

২০১৮-এর পর ২০২১, দীর্ঘ তিন বছর কেটে যাওয়ার পর গত অগস্টে Mi Pad 5-এর হাত ধরে আরও একবার ট্যাবলেটের বাজারে পা রেখেছিল শাওমি (Xiaomi)। সংস্থাটি লঞ্চ করেছিল Mi Pad 5 ও Mi Pad 5 Pro ট্যাব। হাই-এন্ড Mi Pad 5 Pro সেলুলার নেটওয়ার্ক সহ (5G) ও নেটওয়ার্ক বিহীন (Wi-Fi) ভ্যারিয়েন্টে বাজারে এসেছিল। Wi-Fi ভ্যারিয়েন্টটি এতদিন ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ ছিল। তবে আজ Mi Pad 5 Pro Wi-Fi এর ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে শাওমি।

আজ চীনে একটি লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করবে Xiaomi 12 ফ্ল্যাগশিপ সিরিজ। এই সিরিজে Xiaomi 12 ও Xiaomi 12 Pro বলে দু’টি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট আসবে বলে জানা গিয়েছে। এছাড়াও, শাওমি আজ তাদের নতুন প্রজন্মের মোবাইল সফটওয়্যার MIUI 13 ঘোষণা করতে পারে। একইসঙ্গে, চীনা টেকজায়ান্টটি Mi watch S1 এবং Mi ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস সামনে আনবে।

আর গতকাল একটি টিজার পোস্টার থেকে জানা গিয়েছে যে, শাওমি তাদের Mi Pad Pro-র নতুন মেমরি (৮ জিবি +২৫৬ জিবি) ভ্যারিয়েন্টের পাশাপাশি ডাবল-সাইডেড প্রোটেক্টিভ কেস (কী-বোর্ড হিসেবেও কাজ করে)-এর একটি নতুন রঙের বিকল্প উন্মোচন করবে।

Mi Pad 5 ও 5 Pro সিরিজের প্রসঙ্গে আসলে, এতে ১১ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। Mi Pad 5-এ Snapdragon 860 ও Mi Pad 5 Pro-এ Snapdragon 870 প্রসেসর দেওয়া হয়েছে। Mi Pad 5 ট্যাবে পাওয়া যাবে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,৭২০ এমএএইচ ব্যাটারি। অন্য দিকে, ৮,৬০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে Mi Pad 5 Pro, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।