তিনমাস কাজ করলে iPhone 13 কিনতে পারবেন ভারতীয়রা, চাঞ্চল্যকর তথ্য মিলল সমীক্ষায়

কিছুদিন আগেই টেক জায়ান্ট Apple তাদের নেক্সট জেনারেশন আইফোন সিরিজ, iPhone 13 লঞ্চ করেছে। এই লেটেস্ট সিরিজের অধীনে চারটি মডেল এসেছে – iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max। প্রতি বছরের মতো এবারেও নতুন আইফোনের সবচেয়ে আলোচিত ‘ফিচার’ হল তার দাম। যদিও Apple নতুন সিরিজের ফোনগুলির মূল্য iPhone 12 সিরিজের মতো রেখেছে, কিন্তু তাই বলে তো iPhone 12 সিরিজ খুব সস্তায় বাজারে আসেনি। তাই এখনও ব্যবহারকারীদের কাছে নতুন আইফোনের দাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই রয়ে গেছে।

যেমন ধরুন, iPhone 13 ফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে ৭৯,৯০০ টাকা‌ ব্যয় করতে হবে। আবার এই সিরিজের সবচেয়ে কমদামি মডেল, iPhone 13 mini-র দাম শুরু হয়েছে ৬৯,৯০০ টাকা‌ থেকে। ফলে iPhone কেনা যে এখনও বেশিরভাগ ভারতীয়দের কাছে স্বপ্নের মতো, সে কথা বললে খুব একটা ভুল বলা হবে না।

তবে সমস্ত দেশের ক্ষেত্রে চিত্রটা এরকম নয়। যে সকল দেশে iPhone-এর দাম বেশি, তাদের মধ্যে ভারত হল অন্যতম এবং এর সৌজন্যে রয়েছে আমদানি কর। কিন্তু এমন অনেক দেশ আছে যেখানে ভারতের তুলনায় অনেকটা কম দামেই আইফোন রিটেল স্টোরে পাওয়া যায় এবং বিক্রি হয় সর্বোচ্চ। উদাহরণস্বরূপ, Apple-এর নিজের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে iPhone 13-এর বেস মডেলের দাম ৭৯৯ ডলার, যার ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় ৫৯,০০০ টাকা। যদিও এই সকল দেশগুলিতে আইফোন বিক্রি বেশি হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল সেখানকার নাগরিকদের গড় উপার্জন। একটি iPhone পকেটস্থ করতে গেলে একজন গ্রাহককে দিনে কত ঘণ্টা করে কাজ করতে হবে, সে সম্পর্কে বিভিন্ন দেশভিত্তিক তথ্য সাম্প্রতিক একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে।

Money SuperMarket এর এক সমীক্ষা থেকে উঠে এসেছে যে, গড় আয়ের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তিকে একটি নতুন iPhone 13 কেনার জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করতে প্রায় ৪৯.৫ ঘণ্টা কাজ করতে হবে। অর্থাৎ যদি একজন ব্যক্তি দিনে ৮ ঘণ্টার শিফটে কাজ করেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন গড় উপার্জনকারী প্রায় ছয় দিন কাজ করেই একটি iPhone 13 কিনতে সক্ষম হবেন। লুক্সেমবার্গ, সিঙ্গাপুর, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং হংকংয়ের মতো দেশগুলির ক্ষেত্রে এই সংখ্যাটি ৫ থেকে ৮ দিনের মধ্যে ঘোরাফেরা করে। তবে সুইজারল্যান্ড এই তালিকার শীর্ষে রয়েছে, যেখানে একজন গড় উপার্জনকারী মাত্র ৩৪.৩ ঘণ্টা বা প্রায় চার দিন কাজ করেই একটি নতুন iPhone 13 পকেটস্থ করতে পারবেন।

যদিও ভারত এদের থেকে অনেক পিছনে। রিপোর্ট অনুযায়ী, ভারতে একজন গড় উপার্জনকারীকে নতুন iPhone 13 কেনার জন্য প্রয়োজনীয় টাকা উপার্জন করতে ৭২৪.২ ঘণ্টা কাজ করতে হবে। হিসেবটি টানা প্রায় ৩০ দিন ধরে অবিরাম কাজ করার সমান (কারণ ৩০ দিন = ২৪ x ৩০ অর্থাৎ ৭২০ ঘণ্টা)। অর্থাৎ, যদি কোনো ব্যক্তি দৈনিক ৮ ঘণ্টার শিফটে কাজ করেন, তাহলে iPhone 13 কেনার জন্য তাকে তিন মাসেরও বেশি সময় ধরে কাজ করতে হবে! খুব অবাক লাগছে কি? না, অবাক হওয়ার একদমই কোনো কারণ নেই। কেননা সমীক্ষায় দেখা গেছে যে, ভারতীয়দের গড় আয় প্রায় ২৫ হাজার টাকা (আর করোনাকালে এর পরিমাণ অধিকাংশ ক্ষেত্রেই আরও কমেছে)। সেক্ষেত্রে iPhone 13-এর দামের কাছাকাছি পৌঁছোতে গেলে ভারতীয় গ্রাহকদের যে ন্যূনতম তিন মাস কাজ করতেই হবে, সেটা খুবই স্পষ্ট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন