iPhone তৈরির কোম্পানি ভারতে বানাবে সেমিকন্ডাক্টর, Vedanta-র সাথে করল চুক্তি
অ্যাপলের আইফোন (Apple iPhone) তৈরি করার জন্য বিশেষভাবে পরিচিত ফক্সকন (Foxconn)। যদিও কোম্পানিটি এখন শাওমি (Xiaomi)-র প্রোডাক্টও অ্যাসেম্বল করে। তবে এখন ফক্সকন ভারতে সেমিকন্ডাক্টরও তৈরি করবে বলে জানা গেছে। এর জন্য সংস্থাটি বেদান্তের (Vedanta) সাথে হাত মিলিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বেদান্ত ওয়েল ও মাইনিং-র দুনিয়ায় এক জনপ্রিয় নাম। এই দুটি সংস্থা যৌথভাবে (JV) ভারতে সেমিকন্ডাক্টর তৈরি করবে।
ভারতে তৈরি হবে সেমিকন্ডাক্টর
বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রস্তুতকারক হোন হাই টেকনোলজি গ্রুপ (ফক্সকন) ভারতে সেমিকন্ডাক্টর তৈরির জন্য একটি মউ স্বাক্ষর করেছে। দুই সংস্থার মধ্যে এটিই প্রথম যৌথ উদ্যোগ। ফক্সকন ও বেদান্ত হল প্রথম সংস্থা, যারা ভারতে সেমিকন্ডাক্টর তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। জানা গেছে, ফক্সকন এর তুলনায় বেদান্ত এর কাছে (জয়েন্ট ভেঞ্চারের) বেশি শেয়ার থাকবে।
জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ভারতে সেমিকন্ডাক্টর তৈরির জন্য পিএলআই স্কিমের ঘোষণা করেছে। যার আওতায় ৬ বছরে ৭৬ হাজার কোটি টাকা খরচ হবে। কোম্পানিগুলি কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, অ্যাসেম্বলিং, টেস্টিং, প্যাকেজিং এবং উৎপাদনের জন্য ব্যয় হওয়া অর্থের ২৫ শতাংশ ইন্সেন্টিভ পাবে।
ভারতের কী ফায়দা হবে
সেমিকন্ডাক্টর সব ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরিতে উপযোগী। এটি স্মার্টফোন, ল্যাপটপ, গাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। দেশে সেমিকন্ডাক্টর তৈরি হলে বড় আকারের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে সেমিকন্ডাক্টরের ঘাটতি মেটাতে ও দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে ভারত। ফলে আগামী দিনে গাড়ি, মোবাইলের মতো বৈদ্যুতিন পণ্য-সহ অন্যান্য প্রোডাক্টের দাম কমতে পারে।