ডেটা চুরির আশঙ্কা, এই দেশে ব্যান হল Instagram, Netflix সহ একাধিক জনপ্রিয় অ্যাপ

টিকটক ছাড়াও ফ্রান্স যেসব অ্যাপ নিষিদ্ধ করেছে, তার মধ্যে রয়েছে Netflix, Instagram, Candy Crush এবং Twitter

ডেটা চুরি একটি বড় সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে। সারা বিশ্বেই ব্যাপক হারে ডেটা চুরির ঘটনা ঘটছে। এই চুরি হওয়া ডেটা মোটা অংকের বিনিময়ে অন্য কোম্পানির কাছে বিক্রি করা হচ্ছে। বাজারে এমন অনেক অ্যাপ রয়েছে, যা ব্যবহারকারীদের মিডিয়া ফাইলের অ্যাক্সেস নিয়ে ব্যক্তিগত ছবি থেকে গুরুত্বপূর্ণ ফাইল হাতিয়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে কিছু দেশ ডেটা চুরি আটকাতে নতুন নিয়ম আনছে। এমনকি কিছু দেশ জনপ্রিয় অ্যাপ ব্যান করতেও পিছু হটছে না। সম্প্রতি ফ্রান্স বেশ কয়েকটি অ্যাপ নিষিদ্ধ করেছে। আসুন এসম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সরকারি কর্মীদের জন্য এসব অ্যাপ নিষিদ্ধ করল ফ্রান্স

ডেটা চুরি আটকাতে নতুন নিয়ম এনেছে ফ্রান্স, পাশাপাশি সরকারি কর্মীদের জন্য কিছু অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। যার মধ্যে রয়েছে TikTok, এই অ্যাপটি ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ। এছাড়া সমস্ত Fun Apps ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এই জনপ্রিয় অ্যাপগুলিও নিষিদ্ধ করা হয়েছে

টিকটক ছাড়াও ফ্রান্স যেসব অ্যাপ নিষিদ্ধ করেছে, তার মধ্যে রয়েছে Netflix, Instagram, Candy Crush এবং Twitter। ফ্রান্সের সাইবার সিকিউরিটি এজেন্সির পরামর্শে অ্যাপগুলি ব্যান করা হয়েছে। প্রায় ২৫ লক্ষ কর্মী এই অ্যাপগুলি ব্যবহার করতো বলে জানা গেছে।

উল্লেখ্য, তথ্য চুরির কারণে কয়েকবছর আগে টিকটকসহ বেশ কিছু অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। কিছুমাস আগে আবার Battlegrounds Mobile India গেমের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এই গেমটি পুনরায় ভারতে ফিরবে বলে খবর।