ব্যাঙ্কের সার্ভার হ্যাক করে সাড়ে 16 কোটি টাকা হাতিয়ে নিল হ্যাকাররা

ব্যাংকের সার্ভার হ্যাক করে সাড়ে ১৬ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা। ঘটনাটি ঘটেছে নৈনিতাল ব্যাংকের নয়ডা ব্রাঞ্চে। সাইবার হামলা চালিয়ে ৮৯টি অ্যাকাউন্টে চুরি করা…

Fraudsters Loot 16.5 Crore From Nainital Banks Noida Branch By Hacking Servers

ব্যাংকের সার্ভার হ্যাক করে সাড়ে ১৬ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা। ঘটনাটি ঘটেছে নৈনিতাল ব্যাংকের নয়ডা ব্রাঞ্চে। সাইবার হামলা চালিয়ে ৮৯টি অ্যাকাউন্টে চুরি করা অর্থ ট্রান্সফার করে হ্যাকাররা। জুনের ১৬ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে নিঃশব্দে কোটি কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছে সাইবার দুষ্কৃতীরা।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নৈনিতাল ব্যাংকের নয়ডা শাখার ম্যানেজারের আইডি ও সার্ভার হ্যাক করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংকের আরটিজিএস বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট ব্যবস্থায় ঢুকে ১৬-২০ জুন দফায় দফায় দফায় ওই টাকা সরিয়েছে। নৈনিতাল ব্যাংকের ইনফরমেশন টেকনোলজি ম্যানেজার সুমিত কুমার শ্রীবাস্তব পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন।

সুমিত বলেন, জুন মাসের ব্যালেন্স শিট মেলানোর সময় এই জালিয়াতির বিষয়টি তাদের নজরে আসে। ১৭ই জুন অডিটের সময় প্রায় ৩ কোটি ৬০ লাখ ৯৪ হাজার টাকার গরমিল খুঁজে পান তারা। তারপর কয়েকদিন পরেও হিসাব না মেলাতে পেরে বুঝতে পারেন, ১৬ কোটি ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।

তাঁর কথায়, ম্যানেজারের আইডি ও ব্যাংকের সার্ভার হ্যাক করে এই কান্ড ঘটিয়েছে সাইবার অপরাধীরা। অর্থ ৮৯টি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ১৬ই জুন থেকে ২০ই জুনের মধ্যে সাইবার হামলা চালানো হয়েছে। শহরের সাইবার ক্রাইম বিভাগের এসিপি রঞ্জন রাই বলেন, “গোটা বিষয়টির খতিয়ে দেখতে একটি দল গঠন করা হয়েছে।”