ভারতে নিষিদ্ধ হলেও Samsung Galaxy Store-এ ডাউনলোডের জন্য উপলব্ধ Free Fire, AppLock; বিশদ জানুন

গত ১২ ফেব্রুয়ারি আকস্মিকভাবে Google Play Store থেকে গায়েব হয়ে যায় বহুল জনপ্রিয় মোবাইল গেম Garena Free Fire (গ্যারেনা ফ্রি ফায়ার)। তখন অপসারণের কারণ হিসেবে নিশ্চিতভাবে কিছু না জানা গেলেও, গুজব রটেছিল যে এটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে৷ দিন পেরোতে অবশেষে সেই গুজবই সত্যি বলে প্রমাণিত হয়েছে। আসলে বিগত প্রায় দু-বছরে কয়েকশোর বেশি চীনা অ্যাপ্লিকেশন ব্যান করার পর এবার গত সোমবার আবারও দেশের নিরাপত্তা এবং সুরক্ষার খাতিরে ৫৪টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার, যার মধ্যে এই জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেমটিও শামিল রয়েছে।

তবে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জারি করা নিষেধাজ্ঞার ফলে দেশের Google Play Store (গুগল প্লে স্টোর) এবং Apple (অ্যাপল)-এর App Store (অ্যাপ স্টোর) থেকে ফ্রি ফায়ার সহ মোট ৫৪টি অ্যাপকে তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হলেও ইউজাররা কিন্তু এখনও চাইলে গ্যারেনা ফ্রি ফায়ার ডাউনলোড করে গেমটি খেলার মজা উপভোগ করার সুযোগ পাবেন! সেক্ষেত্রে আপনার মনে নিশ্চয়ই এখন প্রশ্ন আসছে যে, ভারত সরকার তো গেমটি ব্যান করে দিয়েছে, তাহলে এখনও কীভাবে এটি ডাউনলোড করা যাবে? সেই কথাই আমরা আপনাদেরকে এই প্রতিবেদনে জানাতে চলেছি।

আসলে এই মুহূর্তে প্লে স্টোর বা অ্যাপ স্টোর উপলব্ধ না হলেও Samsung (স্যামসাং)-এর Galaxy Store (গ্যালাক্সি স্টোর)-এর মাধ্যমে গ্যারেনা ফ্রি ফায়ার ডাউনলোড করতে পারবেন ভারতীয় গেমাররা। Galaxy Store, Samsung-এর ডিভাইসগুলিতে প্রিলোড করা থাকে, যেখান থেকে অনায়াসেই এই জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেমটি ডাউনলোড করতে পারবেন ইউজাররা। এক্ষেত্রে বলে রাখি, সরকার গেমটির দ্বিতীয় ভার্সনটি কিন্তু নিষিদ্ধ করেনি, যা Garena Free Fire Max নামে পরিচিত। এটি এখনও Google Play Store-এ ডাউনলোডের জন্য উপলব্ধ। 

ফ্রি ফায়ার ছাড়াও, DoMobile-এর ডেভেলপ করা AppLock (অ্যাপলক) অ্যাপটিও কোনো সীমাবদ্ধতা ছাড়াই স্যামসাং গ্যালাক্সি স্টোর থেকে ডাউনলোড করা যাবে। ভারত সরকারের ব্যান করা মোট ৫৪ টি অ্যাপের তালিকায় এই AppLock-ও অন্তর্ভুক্ত রয়েছে। সেক্ষেত্রে একবার ইনস্টল করা হয়ে গেলেই ইউজাররা বিনা বাধায় এই অ্যাপগুলি ব্যবহার করার সুযোগ পাবেন। পাশাপাশি ব্যবহারকারীরা গ্যালাক্সি স্টোর থেকে অ্যাপগুলিকে আপডেটও করতে পারবেন। এছাড়া, সরকারি নিষেধাজ্ঞা জারি করা হলেও যাদের ডিভাইসে আগে থেকেই এই অ্যাপগুলি ইন্সটল করা আছে, তারাও অনায়াসেই অ্যাপগুলির ব্যবহার চালিয়ে যেতে পারবেন।