গ্লোবাল মার্কেটে লঞ্চের আগেই Realme GT 5G এর দাম ফাঁস, জানুন কিনতে কত খসাতে হবে

Realme GT 5G স্মার্টফোনটি Realme-এর প্রথম Snapdragon 888 প্রসেসরের ফোন হিসেবে মার্চ মাসে চীনে আত্মপ্রকাশ করেছিল। তবে হালফিলে ইঙ্গিত মিলেছিল, চাইনিজ মার্কেট ছাড়াও Realme GT 5G গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। সেই মতোই আগামীকাল অনুষ্ঠিত হতে চলা, গ্লোবাল 5G সামিটের জন্য ভারতে রিয়েলমির ওয়েবসাইটে তৈরি একটি পেজে Realme GT 5G স্মার্টফোনকে টিজ করা হয়। ফলে গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও যে ফোনটি আসছে তা বলার অপেক্ষা রাখে না। আগামীকাল ওই 5G সামিটেই Realme GT 5G-এর গ্লোবাল লঞ্চের ঘোষণা হবে বলে আমরা আশা করছি। এখন, মজার বিষয় হল গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া আগেই Realme GT 5G-এর দাম, মেমরি কনফিগারেশন, ও কালার অপশন লিক হয়ে গেছে।

টিপস্টার সুধাংশু, একটি টুইটে জানিয়েছে ( পরে ডিলিট করেন), ইউরোপে, Realme GT 5G ব্লু গ্লাস ও ইয়েলো (ভেগান) লেদার কালার অপশনে আসবে। ফোনটি 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ইউরোপে Realme GT 5G-এর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজের দাম হতে পারে 400 ইউরো (প্রায় 35,700 টাকা)। এবং 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজের দাম হবে 450 ইউরো (প্রায় 40,200 টাকা)।

Realme GT 5G : স্পেসিফিকেশন

ইতিমধ্যেই চীনে লঞ্চ হওয়ার কারণে স্মার্টফোনটির যাবতীয় স্পেসিফিকেশন আমাদের জানা। Realme GT 5G ফোনটি 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.43 ইঞ্চি FHD+ Amoled ডিসপ্লে, Snapdragon 888 প্রসেসর, 64+8+2 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4,500mAh ব্যাটারি, 65W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন