Yamaha MT-15: সুরক্ষা আরও জোরদার, যুক্ত হচ্ছে আধুনিক ফিচার, কানেক্ট হবে স্মার্টফোনের সঙ্গে, নতুন অবতারে ফিরছে ইয়ামাহা এমটি-১৫

Yamaha MT-15 তার নেকেড এবং অ্যাগ্রেসিভ ডিজাইনের জন্য বাইকপ্রেমীদের অত্যন্ত পছন্দের। স্টাইলিং ইউএসপি হলেও মোটরসাইকেলটির পারফরম্যান্সও দুর্দান্ত। কিন্তু আধুনিক ফিচারের দিক থেকে Yamaha MT-15 কিছুটা পিছিয়ে। যেমন – সেগমেন্টে অন্যান্য সংস্থার বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি থাকলেও, Yamaha MT-15 এ সেটি অনুপস্থিত। তবে খুব শীঘ্রই স্মার্টফোন সংযোগকারী এই ফিচার সহযোগে নতুন অবতারে Yamaha MT-15 আত্মপ্রকাশ করতে চলেছে। সংস্থা কিছু ইঙ্গিত না দিলেও টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট থেকে তেমনটাই জানা গিয়েছে।

ফাঁস হওয়া সেই শংসাপত্র অনুযাযী, ইয়ামাহা এমটি-১৫ মোটরসাইকেলের নতুন ভার্সনে ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে। একই সাথে আপডেটেড মডেলে একটি নতুন ইনস্ট্রুমেন্ট কনসোল এবং একটি সুইচগিয়ার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এখানে ইয়ামাহা খুব সম্ভবত তাদের ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক আরওয়ানফাইভ ভি৪ (R15 V4)-এর কনসোলটি ব্যবহার করবে।

উল্লেখ্য, বাজারে আসেনি এমন মোটরসাইকেলের অনেক অজানা দিক উন্মোচন করার নেপথ্যে থাকে টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট। এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, গত বছরের এপ্রিলে ওই শংসাপত্র প্রকাশ করেছিল, নতুন ইয়ামাহা এমটি-১৫ এর সুরক্ষা আরও জোরদার হতে চলেছে। বর্তমান মডেলে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে৷ কিন্তু আপডেটেড মডেলে ডুয়াল চ্যানেল এবিএস থাকবে বলেই খবর পাওয়া গিয়েছিল। এছাড়া সাসপেনশনের জন্য নতুন ইয়ামাহা এমটি-১৫ আপসাইড ডাউন (ইউএসডি) ফর্ক পেতে পারে।

এই মুহূর্তে ইয়ামাহা এমটি-১৫ বাইকে এই ক’টি পরিবর্তনের আশা আমরা করছি। নেকেড ডিজাইনের অ্যাগ্রেসিভ বাইকটি আগের মতোই দৌড়বে ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিনে৷ যার আউটপুট ১৮.৫ পিএস এবং ১৩.৭ এনএম। বর্তমানে ইয়ামাহা এমটি-১৫ এর বাজারদর ১,৪৬,৯০০ টাকা (দিল্লির এক্স-শোরুম)। নতুন আপডেটগুলির কারণে দাম ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আপডেটেড মডেলটি কবে নাগাদ লঞ্চ হবে, সে বিষয়ে এখনও কোনও তথ্য সামনে আসেনি।