Samsung Galaxy S22 সিরিজের প্রি-অর্ডার শুরু হচ্ছে ভারতে, ১২ হাজার টাকার Galaxy Buds 2, Watch 4 পাবেন ৯৯৯ টাকায়

গত ৯ ফেব্রুয়ারি স্যামসাং তাদের গ্যালাক্সি আনপ্যাকড ২০২২ (Galaxy Unpacked 2022) লঞ্চ ইভেন্টে Samsung Galaxy Tab S8-এর পাশাপাশি Galaxy S22 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটির ওপর থেকেও পর্দা সরিয়েছে। এই সিরিজের অধীনে Samsung Galaxy S22, Galaxy S22+ এবং Galaxy S22 Ultra- এই তিনটি স্মার্টফোন লঞ্চ হয়েছে। আবার গতকাল ফোনগুলি ভারতে পা রেখেছে। আগামী সপ্তাহেই ভারতে এই লাইনআপের ডিভাইসগুলির প্রি-বুকিং শুরু হবে। আর তার আগে এখন সংস্থা তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফারের সম্ভার নিয়ে এসেছে, যারা সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy S22 সিরিজের স্মার্টফোন প্রি-বুকিং করবেন, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি তাদের Galaxy Buds 2 True wireless stereo (TWS) এয়ারবাডস এবং Galaxy Watch 4 স্মার্টওয়াচে বিশেষ ছাড় দিচ্ছে।

Samsung Galaxy S22- এর প্রি-বুকিংয়ে আকর্ষনীয় অফার

স্যামসাংয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভারতে গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোনগুলির প্রি-অর্ডার ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং যে সমস্ত গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা স্মার্টফোনটি প্রি-বুক করেছেন তারা ২৬,৯৯৯ টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ স্মার্টওয়াচটি ২,৯৯৯ টাকায় কিনতে পারবেন। আবার যারা স্যামসাং গ্যালাক্সি এস২২ এবং গ্যালাক্সি এস২২ প্লাস মডেলের প্রি-অর্ডার করবেন তারা ১১,৯৯৯ টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি বাডস ২ টিডব্লিউএস ইয়ারবাডটি ৯৯৯ টাকায় পাবেন।

এছাড়াও, গ্যালাক্সি এস এবং গ্যালাক্সি নোট সিরিজের বর্তমান ব্যবহারকারীরা লেটেস্ট গ্যালাক্সি এস২২ সিরিজের প্রি-বুকিং করার সময় ৮,০০০ টাকার আপগ্রেড বোনাস পাবেন। আর অন্য স্মার্টফোনের ব্যবহারকারীদের জন্য ৫,০০০ টাকার আপগ্রেড বোনাস দেওয়া হবে। স্যামসাং জানিয়েছেন যে, স্যামসাং ফিনান্স প্লাস (Samsung Finance+)- এর মাধ্যমে স্মার্টফোনটি কিনলে অতিরিক্ত ৫,০০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।

জানিয়ে রাখি, ভারতে Samsung Galaxy S22-এর দাম বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ৭২,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে, আবার ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৬,৯৯৯ টাকা রাখা হয়েছে। অন্যদিকে Samsung Galaxy S22+- এর বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম ৮৮,৯৯৯ টাকা রাখা হয়েছে। এর পাশপাশি হাই-এন্ড Samsung Galaxy S22 Ultra-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ১,১৮,৯৯৯ টাকা। উল্লেখ্য, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ মডেলগুলি এখনও সংস্থা ভারতে লঞ্চ করেনি।