দুর্ধর্ষ ট্যাব নিয়ে এল Lenovo, 10,200mah ব্যাটারি সহ রয়েছে JBL-এর চারটে স্পিকার

গত বছর জুলাই মাসে Lenovo Tab P12 নামে একটি ট্যাবলেট গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। আর এখন কোম্পানি চুপিসারে ট্যাবটির একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। নয়া মডেলটির নাম Lenovo Tab P12 Matte Display। ফ্রান্সে লেনোভোর ওয়েবসাইট থেকে Tab P12 Matte Display-এর স্পেসিফিকেশন এবং ফিচার্স প্রকাশ্যে এসেছে।

Lenovo Tab P12 Matte Display: স্পেসিফিকেশন

নাম অনুসারে, লেনোভো ট্যাব পি12-এর ম্যাট ডিসপ্লে এডিশনে 12.7 ইঞ্চির ম্যাট স্ক্রিন রয়েছে, যা কাগজের মতো অনুভূতি প্রদান করে। এটি 3K রেজোলিউশন এবং কাস্টমাইজেবল কালার অপশন, অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে এবং সামঞ্জস্যপূর্ণ কন্ট্রাস্ট অফার করে। এই বৈশিষ্ট্যগুলি ডিসপ্লেটিকে পড়া এবং কন্টেন্ট দেখার জন্য আদর্শ করে তুলেছে। নিমগ্ন অভিজ্ঞতার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ এতে রিডিং মোডও রয়েছে৷ প্রিমিয়াম আই কেয়ার ইউজারের চোখের চাপ কমাতে সাহায্য করবে। এছাড়াও, ট্যাবলেটটি টিল্ট সেন্সিং এবং পাম রিজেকশন সহ স্টাইলাস পেনও সাপোর্ট করে।

অডিওর জন্য, লেনোভো ট্যাব পি12 ম্যাট ডিসপ্লেতে ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাপোর্ট সহ চারটি জেবিএল (JBL) স্পিকার রয়েছে। ট্যাবটির পিছনে আল্ট্রা-ওয়াইড ফিল্ড অফ ভিউ সহ একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা অবস্থান করছে৷

লেনোভো ফ্রান্সের ওয়েবসাইটে লাইভ হওয়া প্রোডাক্ট লিস্টিংয়ে Lenovo Tab P12 Matte Display-তে ব্যবহৃত হার্ডওয়্যারের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। কিন্তু অনুমান, এটি স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের মতো MediaTek Dimensity 7050 প্রসেসরে চলবে, যার সাথে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ যুক্ত থাকবে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Lenovo Tab P12 Matte Display এডিশনে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল 10,200 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি উপস্থিত রয়েছে। এই ট্যাবটি অ্যান্ড্রয়েডে চলে এবং এতে সর্বোচ্চ চারটি স্প্লিট স্ক্রিন এবং পাঁচটি ভাসমান উইন্ডো সহ একটি মাল্টিটাস্কিং ফিচার রয়েছে। উল্লেখ্য, Lenovo Tab P12 Matte Display-এর দাম এখনও ঘোষণা করেনি ব্র্যান্ড।