Free Fire Max Redeem Codes 9 July 2022 Today: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন
Garena Free Fire Max today redeem codes 9 July : গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমারদের জন্য চলে এসেছে আজকের ফ্রি রিডিম কোড। ১২ কারেক্টারের এই নিউমেরিক কোড ব্যবহার করে গেমাররা সহজেই জিতে নিচ্ছেন স্কিন, উইপন, ক্যারেক্টারের মতো বিভিন্ন আইটেম। তবে খেয়াল রাখতে হবে, এই কোডগুলি ১২ থেকে ১৮ ঘন্টার জন্য বৈধ। সময় শেষ হয়ে গেলে এর থেকে কোনো পুরস্কার পাওয়া সম্ভব নয়। এর জন্য গেমারদের প্রথমেই যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে। তারপর সহজ পদ্ধতি অনুসরণ করলেই মেলবক্সে চলে আসবে পুরস্কার। তাহলে আর দেরি না করে দেখে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি
Garena Free Fire Max redeem codes for 9 July 2022 (গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড ৯ জুলাই, ২০২২)
Z2FB-HASU-3VXS
4UBY-XPTW-ERES
FXDS-TSWY-QTJ9
BKSK-ECCM-JZEB
L8LN-F5WK-2YPN
TPNA-MS84-ZE8E
26JT-3G6R-QVAV
A46N-U6UF-Q2JP
6LU6-9JJZ-J7S8
FAG4-LHKD-92GZ
RHUV-SWWV-N9G4
FBJ9-MTXB-9XAP
5R8S-AGS5-MCK5
2K5A-WHD3-FKWB
XKVJ-M65A-NPUQ
AMCT-7DU2-K2U2
LQ6Q-2A95-G29F
HDQK-XDFJ-7D4H
QA97-CXS2-J0F0
W73D-61AW-NGL2
UK2P-Z3NF-GV5U
NLCB-6S92-K2DE
গেরিনা ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করার পদ্ধতি (How to redeem Garena free fire Max codes)
ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড জেতার জন্য আপনাকে ঢুকতে হবে গেরিনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইটে (https://reward.ff.garena.com/en )।
এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।
এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য কনফার্ম বাটনে ক্লিক করুন।
এরপর ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ওকে বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।
এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।