Free Fire MAX Redeem Codes of 15 October 2022: আজ এই রিডিম কোডে রয়েছে পুরস্কার

Free Fire Max Redeem Code Today 15 October: আপনি যদি Garena Free Fire Max গেমের নিয়মিত খেলোয়াড় হন, তাহলে ব্যাটেল পাস সম্পর্কে আশা করি আপনি অবগত। কারণ কিছুদিন অন্তর গেমটি নিয়ে আসে এই ব্যাটেল পাস। এবারও গেমারদের কাছে উপস্থিত হয়েছে ব্যাটেল পাস। এই পাস ব্যবহার করে গেমের মিশন সম্পূর্ণ করতে পারলেই গেমাররা জিতে নিতে পারবেন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। তবে এই প্রিমিয়াম পাস জোগাড় করার জন্য প্লেয়ারদের কিছু পয়সা খরচ করতে হবে। কিন্তু যদি কোনো গেমার পয়সা খরচ করে গেম খেলতে না চান, তাহলে তাদের একমাত্র ভরসা প্রতিদিনের ফ্রি রিডিম কোড, যার মাধ্যমে প্রিমিয়াম বান্ডল এবং ফ্রি ডায়মন্ড অনায়াসেই তারা জিতে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের ফ্রি রিডিম কোডগুলি।
১৫ অক্টোবরের গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড (Garena Free Fire Max Redeem Code 15 October)
8F3QZKNTLWBZ
W0JJAFV3TU5E
FF119MB3PFA5
FF11NJN5YS3E
WLSGJXS5KFYR
FF1164XNJZ2V
FF10617KGUF9
FF11DAKX4WHV
X99TK56XDJ4X
SARG886AV5GR
YXY3EGTLHGJX
FF11HHGCGK3B
B6IYCTNH4PV3
ZRJAPH294KV5
FF10GCGXRNHY
Y6ACLK7KUD1N
FF11WFNPP956
MCPTFNXZF4TA
Garena Free Fire Max ফ্রি কোড কীভাবে রিডিম করবেন
ফ্রি ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড জেতার জন্য আপনাকে প্রথমেই ঢুকতে হবে গ্যারেনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইটে (https://reward.ff.garena.com/en )।
এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।
এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ‘কনফার্ম’ বাটনে ক্লিক করুন।
এরপর ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘ওকে’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।
এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।