Free Fire Max Redeem Codes for 21 October 2022: আজ এই রিডিম কোডে রয়েছে পুরস্কার

Free Fire Max Redeem Code Today 21 October: অনলাইন গেমের দুনিয়ায় নিত্যনতুন কসমেটিকসের প্রসঙ্গে বলতে গেলে, Garena Free Fire Max – এর নাম প্রথমে উঠে আসে। কারণ এখানে রয়েছে গেমারদের জন্য স্কিন, অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। তাছাড়া প্রত্যেক সপ্তাহে গেমটিতে নিত্যনতুন আউটফিট এবং কস্টিউম রিলিজ করা হয়। গেমাররা চাইলে ইন স্টোর থেকে অতিরিক্ত পয়সা খরচ করে নিজেদের পছন্দমত কস্টিউম কিনে নিতে পারেন। আবার যারা গেম খেলার জন্য পয়সা খরচ করতে নারাজ, তাদের জন্য রয়েছে প্রতিদিনের ফ্রি রিডিম কোডের ব্যবস্থা। এই কোড আনলক করেও তারা অর্জন করতে পারবেন বিভিন্ন ধরনের কস্টিউম। তাহলে চলুন দেখে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি।
২১ অক্টোবরের গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড (Garena Free Fire Max Redeem Code 21 October)
MCPW3D28VZD6
FFCMCPSGC9XZ
SARG886AV5GR
3IBBMSL7AK8G
X99TK56XDJ4X
J3ZKQ57Z2P2P
WEYVGQC3CT8Q
6KWMFJVMQQYG
BR43FMAPYEZZ
UVX9PYZV54AC
NPYFATT3HGSQ
MCPW2D2WKWF2
FFCMCPSEN5MX
ZZZ76NT3PDSH
MCPW2D1U3XA3
FFCMCPSJ99S3
8FQZKNTLWBZ
B3G7A22TWDR7X
GCNVA2PDRGRZ
4ST1ZTBE2RP9
FFCMCPSUYUY7E
EYH2W3XK8UPG
HNC95435FAGJ
Garena Free Fire Max ফ্রি কোড কীভাবে রিডিম করবেন
ফ্রী ফায়ার ম্যাক্স কোড রিডিম করে রিওয়ার্ড জেতার জন্য আপনাকে প্রথমেই ঢুকতে হবে গ্যারেনা ফ্রী ফায়ারের রিডেম্পশন সাইটে (https://reward.ff.garena.com/en )।
এবার Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।
এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে এবং পরবর্তী স্টেপে যাওয়ার জন্য ‘কনফার্ম’ বাটনে ক্লিক করুন।
এরপর ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘ওকে’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।
এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।