Free Fire Max Redeem Codes Today for 3 November 2022: আজকের ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড
আপনি যদি একজন Free Fire Max প্লেয়ার হন, তাহলে অন্যান্য খেলোয়াড়দের থেকে এগিয়ে থাকার জন্য আপনাকে আপনার গেমিং দক্ষতা...আপনি যদি একজন Free Fire Max প্লেয়ার হন, তাহলে অন্যান্য খেলোয়াড়দের থেকে এগিয়ে থাকার জন্য আপনাকে আপনার গেমিং দক্ষতা বাড়াতে হবে। তবে এর জন্য আপনার ডায়মন্ড দরকার, যা অর্থ দিয়ে কিনতে হয়। কিন্তু আপনি যদি টাকা খরচ করে ফ্রি ফায়ার ম্যাক্স গেম খেলতে না চান, তাহলে রিডিম কোডের সাহায্য নিতে পারেন। ডায়মন্ড ছাড়াও Garena Free Fire Max Redeem Codes ব্যবহার করে আপনি স্কিন, বন্দুক সহ বিভিন্ন ইন গেম আইটেম পেতে পারেন।
Free Fire Max Emotes পেতে এই রিডিম কোড ব্যবহার করুন
আজকের ফ্রি ফায়ার ম্যাক্স গেমের ইমোটস পাওয়ার জন্য এই রিডিম কোড ব্যবহার করুন:
FF9MJ31CXKRG
FFICJGW9NKYT
FFCO8BS5JW2D
FFAC2YXE6RF2
Free Fire Max Diamonds পেতে এই রিডিম কোড ব্যবহার করুন
MHM5D8ZQZP22
ফ্রি ফায়ার ম্যাক্স কোড কীভাবে রিডিম করবেন
প্রথমে গ্যারেনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইট, অর্থাৎ https://reward.ff.garena.com/en -এ যেতে হবে।
এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি দিয়ে লগ-ইন করুন।
তারপর যেকোনো একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm’ বাটনে ক্লিক করুন।
এবার ক্রস রেফারেন্সের জন্য একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।
এখানেই আপনার কাজ শেষ। নিশ্চিন্ত থাকুন। আগামী ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড আপনার ইন-মেল সেকশনে চলে আসবে।