Realme Pad: আকারে বড় হলেও রিয়েলমির প্রথম ট্যাব হবে স্লিম ও লাইটওয়েট

রিয়েলমি বুক (Realme Book) ল্যাপটপের পর এবার রিয়েলমি প্যাড (Realme Pad) ট্যাবলেট‌! বাজারে উত্তাপ বাড়াতে খুব শীঘ্রই আত্মপ্রকাশ ঘটছে রিয়েলমির প্রথম এই ট্যাবের। স্লিম ও লাইটওয়েট ডিজাইনের রিয়েলমি বুক ল্যাটপটি ইতিমধ্যে ক্রেতাদের কাছ থেকে প্রশংসা আদায় করে নিয়েছে। আবার রিয়েলমি প্যাডকে টিজ করার ক্ষেত্রে সেই স্লিম ও লাইটওয়েট ডিজাইনকেই বেছে নিয়েছে রিয়েলমি।

Realme Pad এর ডিজাইন টিজ করা হল

গতকাল, রিয়েলমি ইন্ডিয়া ও ইউরোপের সিইও মাধব শেঠ টুইট বার্তায় বলেন, রিয়েলমি প্যাডের ডিজাইন লাইট ও স্লিম হবে. দাবির প্রমাণস্বরূপ পাশ থেকে তোলা ট্যাবটির একটি ছবিও শেয়ার করেন তিনি।

মাধব শেঠের বার্তা, কাজ বা বিনোদনের জন্য ট্যাবলেট যেকোনো জায়গায় সহজে বহন করা যায়। তবে দীর্ঘক্ষণ ধরে ট্যাব হাতে রাখা অস্বস্তিজনক বলে মনে হতে পারে। তাই স্বাচ্ছন্দ্যের জন্য হালকা ও পাতলা ট্যাব নিয়ে আসছি আমরা। উল্লেখ্য, রিয়েলমি প্যাডের আয়তন ২৪৬.১x১৫৫.৮x৬.৮ মিমি হবে বলে জানা গিয়েছে। তবে ক্যামেরা বাম্প ধরলে এটি ৮.৪ মিমি পুরু হতে পারে।

Realme Pad এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিপোর্ট বলছে, রিয়েলমি প্যাড ট্যাবে ১০.৪ ইঞ্চি ফুল-এইচডি+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যেতে পারে ৭,১০০ এমএএইচ ব্যাটারি। রিয়েলমি প্যাড ট্যাবের সামনে ও পিছনে অটোফোকাস সিস্টেম-সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া রিয়েলমি প্যাড কোয়াড স্পিকার স্পিকার সহ আসবে।

Realme Pad ট্যাবে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হতে পারে। এটি ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও আমাদের বিশ্বাস আরও কয়েকটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে রিয়েলমি প্যাড।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন