Tata: ডিজাইন আর ফিচার্স মনে ঝড় তুলবে, 2024 সালেই লঞ্চ হবে টাটার এই দুর্ধর্ষ গাড়ি

২০২৪-এ নতুন গাড়ি লঞ্চের তালিকা সুসজ্জিত করে রেখেছে টাটা মোটরস (Tata Motors)। আগামী বছর সংস্থা আনবে Curvv ও Harrier EV। আবার Punch EV এবং Altroz-এর নতুন এডিশনও লিস্টে রয়েছে। ২০২৩ অটো এক্সপো ইভেন্টে Altroz Racer Edition প্রদর্শন করে সবাইকে চমকে দিয়েছিল টাটা। এখনও সংস্থা কিছু না বললেও, গাড়িটি ২০২৪ সালেই লঞ্চ করবে বলেই দাবি করা হয়েছে বিভিন্ন রিপোর্টে।

Tata Altroz রেসার এডিশন লঞ্চ সামনের বছর

Altroz Racer এডিশনের একাধিকবার টেস্টিং চালাতে দেখা গিয়েছে ভারতের রাস্তায়। সূত্রের দাবি, গাড়িটির স্পেশাল মডেলে আরো উচ্চ ক্ষমতার পেট্রোল ইঞ্জিন থাকতে দেখা যাবে। এছাড়া ফিচার এবং ডিজাইনেও বেশ কিছু আপগ্রেডের দেখা মিলবে। নিজের বিভাগে এটিই হবে সবচেয়ে শক্তিশালী গাড়ি। আগামী বছর দীপাবলির আগেই লঞ্চ হতে পারে ভারতে।

টাটা অলট্রোজ রেসার এডিশনে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ইউনিট, যা Nexon ও Harrier-এও বর্তমান। উপরন্তু এই স্পোর্টি হ্যাচব্যাক মডেলটিতে ৭ ইঞ্চি টিএফটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ৬টি এয়ারব্যাগ, শার্ক ফিন অ্যান্টেনা, রিয়ার এয়ার কন্ডিশন ভেন্টস এবং ভয়েস অ্যাক্টিভেটেড ইলেকট্রিক সানরুফ দেখা যেতে পারে।

এছাড়া গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে Altroz Racer Edition-এ ভেন্টিলেটেড সিট, রেড ও হোয়াইট রেসিং স্ট্রিপ সহ লেদারেট সিট, প্রোজেক্টর হেডল্যাম্প, এলইডি ডিআরএল এবং রেসার ব্যাজিংয়ের দেখা মিলবে। গাড়িটি ১৬ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হইলে ছুটবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এতে Nexon-এর পেট্রোল ইঞ্জিন অফার করা হবে, যা কিনা টার্বোচার্জড প্রযুক্তির।

ওই ১.২ লিটার থ্রি-সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন থেকে ৫,৫০০ আরপিএম গতিতে ১২০ পিএস শক্তি এবং ১,৭৫০-৪,০০০ আরপিএম গতিতে ১৭০ এমএম টর্ক উৎপন্ন হয়। যোগ্য সঙ্গত দিতে রয়েছে ছয় গতির ম্যানুয়াল গিয়ারবক্স। বাজারে Tata Altroz Racer Edition-এর প্রতিদ্বন্দ্বী মডেল হিসেবে রয়েছে Hyundai i20 N Line। যার ১.০ লিটার টার্বো পেট্রোল মোটর থেকে ১১৮ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। এটি সিক্স স্পিড iMT এবং সেভেন স্পিড ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনে উপলব্ধ।