Vivo X80 Lite: ভিভো লঞ্চ করল স্পেশাল ফিচারের ফোন, রয়েছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Vivo X80 Lite 5G একপ্রকার চুপিচুপি লঞ্চ হল। আপাতত ফোনটি চেক প্রজাতন্ত্র দেশে আত্মপ্রকাশ করেছে। এর আগে এই সিরিজের অধীনে Vivo X80, Vivo X80 Pro ফোন দুটি বাজারে এসেছিল। এদের সস্তা ভ্যারিয়েন্ট হিসেবে ‘লাইট’ ভার্সন কে আনা হয়েছে। যেখানে রয়েছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ডাইমেনসিটি ৯ সিরিজের প্রসেসর। আসুন Vivo X80 Lite ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো এক্স৮০ লাইট এর দাম – Vivo X80 Lite Price

ভিভো এক্স৮০ লাইট এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় ৩৫,৩০০ টাকা (CZK 10,999)‌। এটি সানরাইজ গোল্ড ও ডায়মন্ড ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

ভিভো এক্স৮০ লাইট এর স্পেসিফিকেশন – Vivo X80 Lite Specifications

ডুয়েল সিমের ভিভো এক্স৮০ লাইট ফোনে আছে ৬.৪৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৪ পিক্সেল) AMOLED ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৩০০ নিটস ব্রাইটনেস, এইচডিআর১০ প্লাস সাপোর্ট করবে। স্ক্রিনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এছাড়া এতে এক্সটেন্ডেড র‌্যাম ৩.০ সাপোর্ট করবে, যা সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম বাড়াবে‌। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে চলবে।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Vivo X80 Lite ফোনে পাওয়া যাবে আই অটোফোকাস ও এফ/২.০ অ্যাপরচার সহ ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে ভ্লগ মোড সাপোর্ট করবে। আবার এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার ও OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) টেকনোলজি সমর্থিত ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর, এবং এফ/২.৪ অ্যাপরচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার।

Vivo X80 Lite ফোনে গেম বুস্ট মোড, লিকুইড কুলিং সিস্টেম ও ৪ডি গেম ভাইব্রেশন সাপোর্ট করবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৪৪ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।