Garena Free Fire Redeem Code for 20 November 2022: আজকের ফ্রি ফায়ার রিডিম কোড

আপনি কি গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) খেলেন? তাহলে নিশ্চয়ই রিডিম কোডের বিষয়ে জানেন। ১১ ডটস স্টুডিও বিনামূল্যে এই গেমটি খেলতে দেওয়ার জন্য প্রতিদিন রিডিম কোড রিলিজ করে। এগুলি ব্যবহার করে আউটফিটস, ইমোটস, পেটস, উইপেন, ক্রেট, প্রিমিয়াম বান্ডেল, ডায়মন্ড এর মতো ইন-গেম আইটেম পাওয়া যায়। আর এই রিডিম কোডগুলি থেকে রিওয়ার্ড জিততে আপনাকে যেতে হবে https://reward.ff.garena.com/en ওয়েবসাইটে। আসুন আজ অর্থাৎ ২০ নভেম্বরের রিডিম কোড দেখে নিন।
FF Redeem Code Today 20 November 2022 Today Garena Free Fire Rewards
আজকের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড হল:
• FTYJEO4FHYCGYV
• 2BHENJRMK6TY7
• OIJUVNCXZGTFD
• RAFQCWVGEBHR
• YUFGEU4IDGY7C
• TFSRDQC1VG2HB
• 3JNE4RFHTUBJNR
• 5T6KYOH9I8U7Y6
• TS5RFVRB56KYUI
Garena Free Fire Redeem Code Today 20.11.2022 For Indian Server
ভারতীয় সার্ভারের জন্য ফ্রি ফায়ার রিডিম কোড হল:
FCV2B34RTFNVJG
YUI9J8NHB7F6YD
T5SRWF67VB3HN
J4UIR58GH8I589
FREKIJUYTRE7U7
Y6T5R4EDACFQV
WBNETUY6YTBH
Garena Free Fire রিডিম কোড থেকে রিওয়ার্ড কীভাবে জিতবেন
• আজ অর্থাৎ ,২০ নভেম্বরের গ্যারেনা ফ্রি ফায়ার রিওয়ার্ড জিততে অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যান।
• এরপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
• তারপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।
• কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। রিওয়ার্ড আসতে ২০ ঘণ্টাও সময় লাগতে পারে। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।