Garena Free Fire Redeem Code for 21 November 2022: আজকের ফ্রি ফায়ার রিডিম কোড

ব্যাটেল রয়েল গেম হিসেবে গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) প্রবল জনপ্রিয়। এই জনপ্রিয়তার পিছনে অনেক কারণ আছে। তবে সবচেয়ে বড় কারণ অবশ্যই এটি বিনামূল্যে খেলা যায়। আজ্ঞে হ্যাঁ! ১১ ডটস স্টুডিও বিনামূল্যে এই গেমটি খেলতে দেয়। পাশাপাশি রয়েছে রিডিম কোডের ব্যবস্থা। এই রিডিম কোড দিয়ে আউটফিটস, ইমোটস, পেটস, উইপেন, ক্রেট, ডায়মন্ড এর মতো ইন-গেম আইটেম ফ্রি পাওয়া যায়। যেগুলো এই রিডিম কোড ছাড়া অর্থ খরচ করে কিনতে হয়। আসুন আজ অর্থাৎ ২১ নভেম্বরের রিডিম কোড দেখে নিন।
FF Redeem Code Today 21 November 2022 Today Garena Free Fire Rewards
আজকের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড হল:
• DRTT5RE2SQ234R
• FVGHY6T5RFVGBH
• JI8U7YGHNJKO98
• IUJKNBVCSWQ23E
• RDFVGHY6TFGHJK
• IU87YH8Y6J8KS2
• HU321QWDUJBGY
• 4JMKYULILJOH0G
• IF8UAYT5QRD1FC
• 2VG34HRHTUFGN
Garena Free Fire Redeem Code Today 21.11.2022 For Indian Server
ভারতীয় সার্ভারের জন্য ফ্রি ফায়ার রিডিম কোড হল:
MJKOLIKJM6KLOP
0O9IKJHNBVCXSA
Q234RFVGBHYT5R
FVGBNHJKOI98U7
YHBNJMKO9IJUNM
KLP0OLKMJNBVFC
DXSSDFGT5R432Q
ASDFGY6T5RFGHJ
UIKKJNJKIO9IKJM
Garena Free Fire রিডিম কোড থেকে রিওয়ার্ড কীভাবে জিতবেন
আজ অর্থাৎ ২১ নভেম্বরের গ্যারেনা ফ্রি ফায়ার রিওয়ার্ড জিততে অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যান।
এরপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
তারপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।
কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। রিওয়ার্ড আসতে ২০ ঘণ্টাও সময় লাগতে পারে। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।