Garena Free Fire Redeem Code for 22 November 2022: আজকের ফ্রি ফায়ার রিডিম কোড

১১ডটস স্টুডিও দ্বারা নির্মিত গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) গেমটি গেমারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। যে সমস্ত গেমাররা বিনামূল্যে গেম খেলতে চান, তাদের জন্য এই গেমটি উপযুক্ত। কারণ এতে রয়েছে প্রতিদিনের ফ্রি রিডিম কোডের মাধ্যমে বিভিন্ন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ। ১২ ডিজিটের এই রিডিম কোডগুলি ব্যবহার করে পুরস্কার জেতার জন্য প্রথমেই আপনাকে যেতে হবে গ্যারেনার অফিসিয়াল ওয়েবসাইট https://reward.ff.garena.com/en -এ। তারপর কয়েকটি সহজ স্টেপ অনুসরণ করলেই পুরস্কার চলে আসবে আপনার মেইল বক্সে। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রিডিম কোডগুলি।
FF Redeem Code Today 22 November 2022 Today Garena Free Fire Rewards
আজকের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড হল:
• FGYUI8PL0OIJUH
• YQ2WS3EDRCTYG
• BHUNHINKI98UY
• HIOO0LKMNBVCX
• S45TGHJU7YTFVB
• NJKIUY6ZQ21QSX
• CDE3E4RFGVBNH
• YT65YHBHJIKOLK
• M4LPOIUYHGFCXS
• DRTT5RE2SQ234R
• FVGHY6T5RFVGBH
• JI8U7YGHNJKO98
• IUJKNBVCSWQ23E
• RDFVGHY6T4HJK
• IU87YH8Y6J8KS2
• HU321QWDUJBGY
• 4JMKYULILJOH0G
• IF8UAYT5QRD1FC
• 2VG34HRHTUFGN
• JXMKZOXD78IKJG
Garena Free Fire Redeem Code Today 22.11.2022 For Indian Server
ভারতীয় সার্ভারের জন্য ফ্রি ফায়ার রিডিম কোড হল:
FYUBHJNKMOLM5
KLOIUJ87654EDX
SQ23EDCFGTRFV
GBHJU7Y6TGHBN
MJKOLIKJM6KLOP
0O9IKJHNBVCXSA
Q234RFVGBHYT5R
FVGBNHJKOI98U7
YHBNJMKO9IJUNM
KLP0OLKMJNBVFC
DXSSDFG5R432Q
ASDFGY6T5RFGHJ
UIKKJNJKIO9IJM
NMJKOLLKMKIOUY
TGFVGBHNBVGFR
DSZXDCFVGBHJK
IU765R4E3DXZSQ
Garena Free Fire রিডিম কোড থেকে রিওয়ার্ড কীভাবে জিতবেন
আজ অর্থাৎ ২২ নভেম্বরের গ্যারেনা ফ্রি ফায়ার রিওয়ার্ড জিততে অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যান।
এরপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
তারপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।
কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। রিওয়ার্ড আসতে ২০ ঘণ্টাও সময় লাগতে পারে। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।