Garena Free Fire Redeem Code for 26 November 2022: রিওয়ার্ড জেতাবে এই ফ্রি ফায়ার রিডিম কোড

Garena Free Fire-এর জনপ্রিয়তার কথা আর নতুন করে কিছুই বলার নেই। এই অ্যাডভেঞ্চারস রয়্যাল ব্যাটেল গেমের সুকৌশল গেমপ্লে খুব সহজেই গেমারদের মন জয় করেছে। তাছাড়া যে সমস্ত গেমাররা বিনামূল্যে গেমের মজা নিতে চান, তাদের জন্য উপযুক্ত এই খেলাটি। কারণ এখানে প্রস্তুতকারী সংস্থার তরফে প্রতিদিন রিলিজ করা হয় ফ্রি রিডিম কোড। এই কোডগুলি ব্যবহার করে তারা অনায়াসেই জিতে নিতে পারেন বিভিন্ন মূল্যবান ইনগেম আইটেম। আর এর জন্য তাদের কোনো পয়সা খরচ করতে হয় না। https://reward.ff.garena.com/en ওয়েবসাইটে গিয়ে কয়েকটি সহজ স্টেপ অনুসরণ করলেই বিনামূল্যে আইটেমগুলি পৌঁছে যায় তাদের মেলবক্সে। কিন্তু খেয়াল রাখতে হবে এই কোডগুলি ১২ থেকে ১৮ ঘন্টার জন্য বৈধ। তাই সময় শেষ হওয়ার আগে দেখে নিন আজকের ফ্রি রিডিম কোড।
FF Redeem Code Today 27 November 2022 Today Garena Free Fire Rewards
আজকের গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড হল:
• JVYUT2EDJZHEQY
• IKJMUHAQJG23EF
• VDBGHJ9OIJRNHF
• CY6XT5FRDCVQR
• DX2RC3VTBE4HR
• NCFYGTXVRTYH8
• YUGFWEDNMI8G3
Garena Free Fire Redeem Code Today 27 For Indian Server
ভারতীয় সার্ভারের জন্য ফ্রি ফায়ার রিডিম কোড হল
• FMUYWREFIU5T8
• UHYGCTFQRDC1V
• G2BH3NJ45TIU5K
• 6L7K9M89UKLJOP
• BIVUYSTRFQDC2V
• B3HN4J5TYIHUBH
Garena Free Fire রিডিম কোড থেকে রিওয়ার্ড কীভাবে জিতবেন
আজ অর্থাৎ ২৭ নভেম্বরের গ্যারেনা ফ্রি ফায়ার রিওয়ার্ড জিততে অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যান।
এরপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
তারপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।
কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। রিওয়ার্ড আসতে ২০ ঘণ্টাও সময় লাগতে পারে। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।