৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo Reno 5K, রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্টও

ঘোষণা অনুযায়ী আজ Oppo তাদের ঘরেলু মার্কেটে Reno 5K লঞ্চ করলো। ডিসেম্বরে লঞ্চ হওয়া Oppo Reno 5 সিরিজের পঞ্চম ফোন হিসাবে এটি বাজারে এসেছে। যদিও এর স্পেসিফিকেশন ও ডিজাইন অপ্পো রেনো ৫ এর মতই, কেবল এখানে স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসরের পরিবর্তে স্ন্যাপড্রাগন ৭৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। জানিয়ে রাখি স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর আউট অফ স্টক থাকায় অপ্পো, রেনো ৫ ফোনটির প্রোডাকশন বন্ধ করতে পারে। এই ফোনটির বদলে Oppo Reno 5K এবার থেকে বাজারে পাওয়া যাবে।

Oppo Reno 5K এর দাম ও লভ্যতা

অপ্পো-র তরফে এখনও রেনো ৫কে এর দাম জানানো হয়নি। তবে গতকাল একটি রিপোর্টে দাবি করা হয়েছিল ফোনটি ২,৬৯৯ ইউয়ানে (প্রায় ৩০,২০০ টাকা) পাওয়া যাবে। এই মূল্য হবে ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। আগামী ৬ মার্চ থেকে এর সেল শুরু হবে। এটি তিনটি কালারে এসেছে গ্রীন ব্রীজ, স্টারি ড্রিম ও মিড নাইট ব্ল্যাক। চীনের বাইরে ফোনটির লভ্যতা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Oppo Reno 5K এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের অপ্পো রেনো ৫কে ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪০০, আসপেক্ট রেশিও ২০:৯, এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবস্থিত। এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। সাথে আছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

ক্যামেরার কথা বললে, Oppo Reno 5K ফোনের পিছনে কোয়াড ক্যামেরা বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার ফোনটির পাঞ্চ হোলের মধ্যে আছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১ ওএসে চলবে।

এছাড়াও এই ফোনে আছে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩০০ এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ সি উপলব্ধ। কানেক্টিভিটির জন্য এতে 5G, ডুয়েল সিম, ব্লুটুথ ৫.০, জিপিএস, ওয়াইফাই আছে। ফোনটির ওজন ১৮০ গ্রাম।

টেলিগ্রামে খবর পেতে এখানে ক্লিক করুন