আমেদাবাদ ট্রেলার ছিল, আসল খেলা মুম্বাইয়ে, ওয়াংখেড়েতে নামার আগে হার্দিককে সাবধান করলেন মনোজ তিওয়ারি

এই বছর আইপিএলে মুম্বাইয়ের প্রথম ম্যাচে স্টেডিয়াম থেকে সমর্থকদের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে উদ্দেশ্য করে বিভিন্নরকম বিদ্রুপ মন্তব্য করতেও দেখা যায়।

চলমান আইপিএলে (IPL 2024) এখন প্রতিটি দল নিজেদের মতো লড়াই করে লিগ তালিকায় শীর্ষে পৌঁছাতে চাইছে‌। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কর্মকর্তাদের এখন দলের ভিতরে ক্রিকেটারদের মধ্যে টানাপোড়েন বেশি সামলাতে হচ্ছে। রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে আসার বিষয়টি এখনও দলের ভক্তরা মেনে নিতে পারছেন না। এবার মুম্বাই ঘরের মাঠে নামার আগেই হার্দিককে সতর্ক করলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)।

মুম্বাই ইন্ডিয়ান্স এই বছর আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে তারা ৬ রানে লজ্জাজনক হারের সম্মুখীন হয়। তবে ম্যাচ চলাকালীন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মধ্যে মনোমালিন্যের ছবি বারবার সামনে এসেছে। এর সঙ্গেই সমর্থকদের স্টেডিয়াম থেকে হার্দিককে উদ্দেশ্য করে বিভিন্নরকম বিদ্রুপ মন্তব্য করতেও দেখা যায়।

সোমবার ১ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম হোম ম্যাচে এই বিষয়টি আরও বড়ো সমস্যা তৈরি করতে পারে বলে প্রাক্তন ক্রিকেটার এবং পশ্চিমবঙ্গের বর্তমান ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারি মনে করছেন। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনাকে দেখতে হবে হার্দিককে মুম্বাইয়ে কীভাবে স্বাগত জানানো হয়। আমি মনে করি মুম্বাইয়ে দর্শকদের থেকে তাকে আরও বেশি কটাক্ষ শুনতে হবে। কারণ একজন ক্রিকেট ভক্ত, মুম্বাই ভক্ত বা রোহিত শর্মার ভক্ত হিসাবে কেউ আশায় করেনি যে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসাবে দলে নিয়ে আসা হবে।”

তিনি আরও বলেন, “রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ টি ট্রফি দিলেও তাকে অধিনায়কত্ব হারাতে হয়েছে। আমি জানি না কারণগুলি কী তবে আমার মনে হয় এটি ভক্তরা ভালভাবে নেয়নি এবং তাদের প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন। তবে হার্দিক পান্ডিয়াকে টেলিভিশনের মাধ্যমে দেখে মনে হয়েছে অভিমান থাকা সত্ত্বেও তিনি শান্ত ছিলেন এবং স্নায়ুর চাপ সামলেছেন। আমার মনে হয় চোট থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলে তার মতো অলরাউন্ডারে ফর্মে ফিরে আসা খুবই গুরুত্বপূর্ণ।”