Free Fire Redeem Code for Today 24 December 2022 Rewards: ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন

Free Fire Redeem Code 24 December 2022: জনপ্রিয় Garena Free Fire গেমে এলিট পাস আসতে আর মাত্র একদিনের একদিনের অপেক্ষা। তারপরেই বিনামূল্যে এই Elite Pass সংগ্রহ করে গেমাররা জিতে নিতে পারবেন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। তবে এখানে একটি শর্ত রয়েছে। যে সমস্ত প্লেয়ারদের নির্দিষ্ট পরিমাণে ইপি ব্যাচ থাকবে তারাই কেবলমাত্র এলিট পাস আনলক করতে পারবেন। আর ইপি ব্যাচ সংগ্রহ করার জন্য এই সপ্তাহভর ধরে চলছে বিভিন্ন ধরনের ইভেন্ট। কিন্তু যাদের কাছে পরিমাণ মতো ইপি ব্যাচ নেই তারা হতাশ হবেন না। কারণ আপনাদের জন্য থাকছে প্রতিদিনের Free Redeem Code এর ব্যবস্থা।
প্রসঙ্গত উল্লেখ্য, ক্রিসমাস উপলক্ষে সংস্থাটি প্রতিদিনের ফ্রি রিডিম কোডের মধ্যে রাখছে একগুচ্ছ পুরস্কার। শুধু গেমারদের মনে রাখতে হবে, এই কোডগুলির সময়সীমা। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কোড আনলক করতে পারলেই পাওয়া যাবে আকর্ষণীয় পুরস্কার, তাও একেবারেই বিনামূল্যে। তাহলে দেরি না করে চটপট দেখে নিন আজকের Free Redeem Code।
Garena Free Fire Redeem Code 24 December 2022 Today Free FF Rewards
• FUC28RFED8FCUY
• EG0T1YHJL8KHM7
• 8UOIJ87D046S5T
• AR22T12TK1187
• 65TSCR4V44ED12
• 34RI0T48C6LX5T
• RASF9ERTJ6YKHI
• 8V76ES5TR16EF4
• R5B6NY7U1OJ9O
• FFI7CQ659J023C
• FF4R5kJTT7XS1V
• FF6XST22E5YGRV
Garena Free Fire Redeem Code Today 24.12.2022 For Indian Server
FZQF2V34RTP0O
FYFDRT3T4567M
FKGOIC8Y6ATQF
FCD23YCT2FRB9
FF67KKOLD478LI
FFUHOLDVS5HJQ
FSD234R5X5TSE
FB5N6N7JKHIBV
FHAFQRFDE4D23
F4ML5OVD4988I
FU6AQSJU7X123
FT4V5BCGJMK9I
FY6CTXFVS3PQD
How to Redeem Garena Free Fire Redeem Code (গ্যারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড কীভাবে রিডিম করবেন)
আজ অর্থাৎ ২৪ ডিসেম্বরের গ্যারেনা ফ্রি ফায়ার রিওয়ার্ড জিততে অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যান।
এরপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
তারপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।
কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। রিওয়ার্ড আসতে ২০ ঘণ্টাও সময় লাগতে পারে। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।