Android ফোনের চার্জার ব্যবহার করলেই বিপদ, গ্রাহকদের উদ্দেশ্যে সতর্কবার্তা

অ্যাপল (Apple) সম্প্রতি ইউনিভার্সাল ইউএসবি টাইপ-সি ইন্টারফেস গ্রহণ করার পাশাপাশি বড় আপগ্রেড সহ iPhone 15 সিরিজ লঞ্চ করেছে। এই পদক্ষেপটি আইফোন ইউজারদের কোম্পানির নিজস্ব লাইটনিং কেবলকে বিদায় জানিয়ে সহজলভ্য ইউএসবি-সি চার্জার বেছে নেওয়ার পথ সুগম করেছে৷ তবে এই পরিবর্তনটি ইতিবাচক হলেও iPhone 15 ব্যবহারকারীরা এক নতুন সমস্যার মুখে পড়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ থার্ড পার্টি অ্যান্ড্রয়েড চার্জার দিয়ে চার্জ করলে আইফোন ফিফটিনের যে কোনও মডেল নাকি বেশি গরম হয়ে যাচ্ছে৷

অ্যান্ড্রয়েড চার্জার ব্যবহারের ফলে iPhone 15 গরম হচ্ছে

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বহু আইফোন ১৫ ব্যবহারকারী তাদের ফোন অতিরিক্ত গরম হওয়ার সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেউ কেউ নির্দিষ্টভাবে জানিয়েছেন যে ফোনটিকে চার্জ করার সময় সেটি অস্বস্তিকরভাবে গরম হয়ে যাচ্ছে। এই সমস্ত উদ্বেগ উল্লেখ করে চীনের কিছু রিপোর্ট ইঙ্গিত করেছে যে, সেদেশের অ্যাপল স্টোর ওভার হিটিং’-য়ের ঝুঁকি কমাতে আইফোন ১৫ ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ইউএসবি-সি চার্জার ব্যবহার করা থেকে বিরত থাকত বলেছে।

চীনের এক অ্যাপল স্টোর গ্রাহকদের আইফোন ১৫ চার্জ করার জন্য অ্যান্ড্রয়েড ইউএসবি-সি কেবল ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। দুটি ইন্টারফেসের ভিন্ন পিন সিস্টেমের কারণে স্টোরের কর্মীরা চার্জিংয়ের সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে বলে জানিয়েছে। তারা উল্লেখ করেছেন যে, অ্যাপলের ইউএসবি-সি ওয়্যারের তুলনায় সিঙ্গেল-রো-৯-পিন এবং সিঙ্গেল-রো-১১-পিন কানেক্টরের মধ্যে সামান্য ছোট গ্যাপের কারণে অ্যান্ড্রয়েড কেবল ব্যবহার করা আইফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, এই সতর্কতা শুধুমাত্র একটি অ্যাপল স্টোর দ্বারাই জারি করা হয়নি। চীনা পোর্টাল সিএনএমও-এর প্রতিবেদন অনুসারে, চীনের একাধিক অ্যাপল-এক্সক্লুসিভ স্টোর একই রকম সতর্কতামূলক পরামর্শ জারি করেছে। যদিও অ্যাপলের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তাই পরামর্শটি ডিভাইসের সুরক্ষার জন্য সত্যিই বলা হচ্ছে, নাকি iPhone 15 ব্যবহারকারীদের কোম্পানির নিজস্ব ইউএসবি-সি কেবল কিনতে উৎসাহিত করতে অ্যাপলের চালাকি কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।