Garena Free Fire Redeem Code 1 January Today: নতুন বছরে ডায়মন্ড জিততে ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন

Garena Free Fire Redeem codes 1 January Today: আজ থেকে শুরু হচ্ছে নতুন বছর, সবাই এখন উৎসবের মেজাজে। সেই উপলক্ষে গ্যারেনা ফ্রি ফায়ার তাদের প্লেয়ারদের শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি নতুন বছরের শুরুতে যাতে প্লেয়াররা নিজেদের লেভেল উন্নত করতে পারে, তারজন্য গ্যারেনা আজ স্পেশাল রিডিম কোড পাবলিশ করেছে। এই স্পেশাল ফ্রি ফায়ার রিডিম কোডগুলি ডায়মন্ড, স্কিনস, উইপেন সহ বিভিন্ন রিওয়ার্ড বিনামূল্যে জিততে সাহায্য করবে। আসুন আজ অর্থাৎ ১ জানুয়ারি, ২০২২ এর গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নেওয়া যাক।

Free Fire latest redeem codes for January 1 (ফ্রি ফায়ার রিডিম কোড ১ জানুয়ারির জন্য)

পয়লা জানুয়ারির গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড জানানোর আগে বলে রাখি, এই কোড নির্দিষ্ট দেশের সার্ভারের জন্য বৈধ এবং অধিকবার ব্যবহার হয়ে গেলে এগুলির মাধ্যমে কোনো রিওয়ার্ড পাওয়া যায় না। গ্যারেনার অফিসিয়াল রিডেম্পশন সাইটে ভিজিট করে এই কোডগুলির বেনিফিট পাওয়া যায়। তবে অফিসিয়াল ওয়েবসাইটে নিজস্ব আইডি ছাড়া গেস্ট অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করলে কোনো রিওয়ার্ড পাওয়া যাবে না।

Garena Free Fire redeem codes for January 1, 2022 (গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড ১ জানুয়ারি)

•FGT6 SUVY BVG8
•FF76 5YDE RT6C
•F7VD BUG6 74VG
•FYUJ 53DR WTEF
•FNI8 745T YGVC
•FA4Q RG2R T1OH
•FI8B U7YD 6YB4
•FJ2Y 6TGF B2KG
•FFU8 7C1X ZXMF
•FMLT O19V 8CU7
•FXTG VEB4 5NTI
•FB8V 76CT 5RFG
•FQ23 4RFU V76Y
•F9GH JX6L F7TI

Garena Free Fire Redeem Codes Additional (অতিরিক্ত গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড)

FY5B H8C7 6SX5

FS4Q EDRT 23F4

FGHJ R5UT IHFG

F6T7 DCR5 F8TD

F7NJ IKUY T3G3

F6B6 78RN T66H

FB1M LO98 U1D8

FBNJ 6KI8 U76C

FRSF GE8R HN5T

F6KY O2LB 8V76

FT5R DF2E BR5N

FM6H L2O9 8V7C

FYTD RFEV RBTY

How to redeem Free Fire redeem codes (ফ্রি ফায়ার রিডিম কোড কীভাবে ব্যবহার করবেন)

গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোডগুলি ব্যবহার করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন – https://reward.ff.garena.com/en। এরপর Google, Facebook, Huawei, Twitter, VK ID বা Apple ID দিয়ে ওয়েবসাইটে লগ-ইন করুন। এবার উপরের ১২ সংখ্যার যেকোনো একটি ফ্রি ফায়ার রিডিম কোড কপি করুন এবং ওয়েবসাইটে দেওয়া বক্সে পেস্ট করুন। এবার ‘confirm’ বাটনে ট্যাপ করুন এবং ডায়লগ বক্সে দেখতে পাওয়া ‘ok’ অপশনে ক্লিক করুন। আপনার রিডেম্পশন প্রক্রিয়া সম্পন্ন হল। ২৪ ঘন্টার মধ্যে ইন-মেল সেকশনে রিওয়ার্ড পেয়ে যাবেন।