৫০০ টাকার কমে PTron Tangent Duo ইয়ারফোন ভারতে লঞ্চ হল, ১০ মিনিটে চলবে ৩ ঘন্টা

PTron সংস্থাটি ভারতে উন্মোচন করল তাদের নতুন নেকব্যান্ড স্টাইলের PTron Tangent Duo ইয়ারফোন, যা ক্রেতারা একেবারে সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। এএসি ব্লুটুথ কোডেকের সাথে আসা ইয়ারফোনটি একবার চার্জে ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন PTron Tangent Duo ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

PTron Tangent Duo ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে পিট্রন ট্যানজেন্ট ডুও ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ৪৯৯ টাকা। ব্ল্যাক, গ্রে, ওশান গ্রীন এবং ম্যাজিক ব্লু – এই চারটি কালার অপশনে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।

PTron Tangent Duo ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত পিট্রন ট্যানজেন্ট ডুও ইয়ারফোনের ফিচার প্রসঙ্গে বলতে গেলে এটি ১৩ এমএম ডায়নামিক ড্রাইভারের সাথে এসেছে। তাছাড়া এতে রয়েছে উন্নত মানের অ্যাকোয়াসটিক প্ল্যাটফর্ম, যা মিউজিক শোনার সময় বা হ্যান্ড-ফ্রি কল করার সময় সঠিক বেস প্রদান করতে সক্ষম।

অন্যদিকে, ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.২ টেকনোলজি। সেই সঙ্গে ইয়ারফোনটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এমনকি এর নির্দিষ্ট বাটনের মাধ্যমে ব্যবহারকারী ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু, ফোন কল রিসিভ এবং মিউজিক নিয়ন্ত্রণ করতে পারবেন।

এবার আলোচনা করা যাক PTron Tangent Duo ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে নতুন এই অডিও ডিভাইস ২৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। মাত্র ১০ মিনিট চার্জে এটি তিন ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে পারবে। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে ট্যানজেন্ট ডুও ইয়ারফোন IPX4 রেটিংসহ এসেছে।