Garena Free Fire Redeem Code Today 31 December 2022 Rewards: ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন

Free Fire Redeem Code 31 December 2022: জনপ্রিয় Garena Free Fire হল এমন একটি গেম, যেখানে একঘেয়েমীর কোনও সুযোগই নেই। কারণ প্রস্তুতকারী সংস্থাটি গেমারদের উদ্বুদ্ধ করতে সব সময়ই কোনো না কোনো ইভেন্টের আয়োজন করে চলেছে। গতকালই ব্যাংককে অনুষ্ঠিত এফএফডাব্লিউএস ইভেন্টের অংশ হিসাবে ঘোষণা হল একাধিক নতুন মোড। গেমাররা নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই ধরনের ইভেন্টে অংশগ্রহণ করতেই পারেন।
আর যারা ইভেন্টে অংশগ্রহণ করতে পারছেন না তারাও হতাশ হবেন না। কারণ তাদের জন্য থাকছে বিনামূল্যে ইনগেম আইটেম অর্জন করার সুবর্ণ সুযোগ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। গ্যারেনা ফ্রি ফায়ার প্রস্তুতকারী সংস্থা প্রতিদিন রিলিজ করছে ১২ ডিজিটের Free Redeem Code, যা ব্যবহার করে গেমাররা বিনামূল্যে জিতে নিচ্ছেন স্কিন, উইপেন, ক্যারেক্টারের মত মূল্যবান ইনগেম আইটেম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ফ্রি রিডিম কোডগুলি।
Garena Free Fire Redeem Code 31 December 2022 Today Free FF Rewards
• REDEEMCODE2023
• EG0T1YHJL82023
• 8UOIJ87D046S5T
• REWARD2023MAX
• FREEDIAMOND2312
• FRRI0TFFREWARD
• FRE32ERTJ6YKHI
• FF2023REWARD16
• FREE2023REDEEM
• FFREWARDCODE120
• FF80REWARDTJTT
• FF6XST22E52023
Free Fire Redeem Code Today 31 December 2022 For Indian Server
• FZQF2V3REDEEM
• FYFDRT3T4567M
• FKGOIC8Y6ATQF
• FCD23YCT2FRB9
• FFDIAMONDOLDLI
• FFUHOLDVS5HJQ
• FSD234R5X5TSE
• FB5N6N7JKHIBV
• FHAFQRFDE4D23
• F4ML5OVD4988I
• FU6AQSJU7X123
• FT4V5BCGJMK9I
How to Redeem Garena Free Fire Redeem Code (গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড কীভাবে রিডিম করবেন)

• আজ অর্থাৎ ৩১ ডিসেম্বরের গ্যারেনা ফ্রি ফায়ার রিওয়ার্ড জিততে অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যান।
•এরপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল আইডি দিয়ে লগ-ইন করুন।
• তারপর উল্লেখিত রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। এখানে ‘Ok’ বাটনে ক্লিক করুন।

• কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে রিওয়ার্ড পাওয়া যাবে। রিওয়ার্ড আসতে ২০ ঘণ্টাও সময় লাগতে পারে। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।