Garena Free Fire Today Redeem codes 17 February 2022: আজকের ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন
Garena Free Fire Redeem Codes for 17 February 2022: ভারতে গুগল প্লে স্টোর থেকে Garena Free Fire গেমটি ব্যান হয়ে গেলেও এই অ্যাডভেঞ্চারাস রয়্যাল ব্যাটেল গেমের জনপ্রিয়তা কিন্তু এখনো কমেনি। ইতিমধ্যেই যাদের মোবাইলে গেমটি ডাউনলোড রয়েছে তারা নির্বিবাদে গেমটির মনোরম গেমিং এক্সপেরিয়েন্স নিতে সক্ষম। এই গেম ব্যবহারকারীরা ল্যান্ডিং পজিশন, উইপেন কালেকশন ও সাপ্লাই এবং শত্রুদের সঙ্গে যুদ্ধের মাধ্যমে নিজেরাই নিজেদের স্ট্র্যাটিজি তৈরি করতে পারেন। তবে তার জন্য গেমারদের অতিরিক্ত টাকা খরচ করে বিভিন্ন ইন-গেম আইটেম কিনতে হত। কিন্তু বিগত কয়েকমাস ধরে Garena Free Fire গেম ডেভলপাররা প্রতিদিন ফ্রি রিডিম কোড রিলিজ করছে। এই কোড ব্যবহার করলে প্লেয়ারা ডায়মন্ড হ্যাক করতে এবং রয়্যাল ভাউচার পেতে সক্ষম হবেন। তবে যে দিনের রিওয়ার্ড কোড সেদিনই আপনাকে সেটি ব্যবহার করতে হবে অর্থাৎ আজকের কোড কালকে ব্যবহার করলে আপনি তা রিডিম করতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকের ফ্রি ফায়ার রিডিম কোডগুলি।
Free Fire Redeem Codes 17 February (ফ্রি ফায়ার রিডিম কোড ১৭ ফেব্রুয়ারি)
FVG9-HYUT-I6KJ
YMBX-6S5T-RWF9
GBR7-HTJ0-Y6IO
9B8V-76DS-5TRI
FBNK-OVB8-HJIU
76YT-5RFV-B7JT
G76T-RFSV-EB5N
6MYU-L6H2-87V6
CXT5-RSFE-BY3N
BF5H-JO87-JU76
Garena Free Fire Redeem Codes 17 February (গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড ১৭ ফেব্রুয়ারি)
F2GH-QAY6-T5RI
D2V3-H4R5-TJ6N
7J8O-I99U-8HYU
YREH-4J5K-67YU
G4U9-WJH0-BER6
TBG5-HUV7-65SA
4REQ-D2VG-H34U
RT76-F5TR-F34G
5HT6-JYIH-B8U7
V7FT-DGE4-VB5N
6YJK-UIH8-JYU7
Free Fire redeem code for 17 February 2022: How to redeem (ফ্রি ফায়ার রিডিম কোড ১৭ ফেব্রুয়ারি, ২০২২ কীভাবে রিডিম করবেন)
১) প্রথমে আপনাকে ফ্রি ফায়ার রিডিম কোড রিডেম্পশনর অফিশিয়াল ওয়েবসাইটে (https://reward.ff.garena.com/en) ঢুকতে হবে।
২) এরপর Facebook, Google, Twitter, Apple Id, HUAWEI ID বা VK অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
৩) আপনাকে একটি রিডিম কোড সঠিকভাবে কপি করে সেটি টেক্সটবক্সে পেস্ট করে ‘continue ‘ বাটনে ক্লিক করতে হবে।
৪) এবার স্ক্রিনে একটি ক্রস চেকিং বক্স আসবে। সেখানে ‘ok ‘ বাটনে ক্লিক করতে হবে।
এরপর গেমের মেল সেকশনে গিয়ে দেখুন আপনার রিওয়ার্ড সফলভাবে রিডিম হয়ে গেছে।