Ola S1 Lite লঞ্চ হবে 22 অক্টোবর, সস্তা হলেও দুর্ধর্ষ সব ফিচার থাকবে এই ইলেকট্রিক স্কুটারে

S1 ও S1 Pro লঞ্চ করার মাধ্যমে দেশের ইলেকট্রিক স্কুটারের জগতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল বেঙ্গালুরু কেন্দ্রিক সংস্থা ওলা। জনগণের মধ্যে এই স্কুটারটি এতটাই সুখ্যাতি অর্জন করে যে কয়েক মাসের মধ্যেই ব্যাটারি চালিত স্কুটারের বাজারে “ফার্স্টবয়”-এর স্থান অর্জন করে সে। তবে প্রধান সমস্যা হলো এই দুটি স্কুটারের দামি এক লক্ষ টাকার অধিক। সেই সমস্যার সমাধানও বার করেছে ফেলেছে ওলা ইলেকট্রিক। আগামী ২২ শে অক্টোবর আত্মপ্রকাশ করতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার, যা S1 এর নব্য ভ্যারিয়েন্ট।

যদিও এখনো পর্যন্ত সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এর নাম ও অন্যান্য তথ্য প্রকাশ করা হয়নি, তবে এটি Ola S1 এর ছোট সংস্করণ অর্থাৎ S1 Lite নামে আত্মপ্রকাশ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। উপরন্তু, ওলা নিশ্চিত করেছে যে তাদের এই নতুন ই-স্কুটারটির দাম থাকবে ৮০,০০০ এর নিচে। অর্থাৎ এটিই ওলার সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার হিসাবে অবতীর্ণ হতে চলেছে। এটি সাশ্রয়ী মূল্যে পাওয়া গেলেও তাতে দুর্ধর্ষ ফিচার্সের কমতি থাকবে না বলে জানিয়েছে তারা।

রিপোর্ট বলছে, নতুন Ola S1 Lite স্কুটারটিতে থাকবে কম ক্ষমতাযুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারি। বর্তমানে S1 ও S1 Pro তে শক্তিভান্ডার হিসেবে ব্যবহৃত হয় ২.৯৮ কিলোওয়াট আওয়ার ও ৩.৯৭ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। আর এই দুটি স্কুটার একবার সম্পূর্ণ চার্জে যথাক্রমে ১২১ কিমি ও ১৮১ কিমি রাস্তা চলতে সক্ষম। এমনকি উভয় ক্ষেত্রেই রয়েছে হাইপার ড্রাইভ মোটর, যা সর্বোচ্চ ৮.৫ কিলোওয়াট শক্তি উৎপাদন করতে পারে।

উপরন্তু, S1 Pro তে বড় ব্যাটারি ব্যবহার করায় তা S1 এর চেয়ে চার কেজি অতিরিক্ত ওজন সমৃদ্ধ। এছাড়াও সম্পূর্ণ ব্যাটারি চার্জ হতেও সময়ের তারতম্য রয়েছে এই দুটি মডেলের। S1 এর ক্ষেত্রে পুরো ব্যাটারি চার্জ হতে ৫ ঘন্টা সময় লাগলেও এর প্রো সংস্করণটির ক্ষেত্রে ব্যাটারি চার্জের সময় নেয় ৬ ঘন্টা ৩০ মিনিট।

এই দুটি মডেলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ৭ ইঞ্চির টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে, ওলার নিজস্ব অপারেটিং সিস্টেম MoveOS 2, ব্লুটুথ, জিপিএস নেভিগেশন, রিভার্স মোড, মিউজিক প্লেব্যাক, সাইড স্ট্যান্ড অ্যালার্ট, হাইপার মোড ও ক্রুজ কন্ট্রোল। S1 ও S1 Pro এর মতো নতুন এই S1 Lite এর ক্ষেত্রেও সামনে সিঙ্গেল ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হবে। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনের ও পিছনের চাকায় যথাক্রমে ২২০ মিমি ও ১৮০ মিমি ডিস্ক লাগানো থাকবে।

নতুন মডেলটির বাহ্যিক ডিজাইনে কোনোরূপ পরিবর্তন থাকবে না বলেই মনে করা হচ্ছে। এছাড়াও আপকামিং স্কুটারে ফিউচারিস্টিক হেডল্যাম্প, চওড়া সিট, জায়গাবহুল আন্ডার সিট স্টরেজ ও এলইডি টেলল্যাম্প দেখা যেতে পারে। প্রসঙ্গত, বর্তমানে Ola S1 মডেলটি পাঁচটি ভিন্ন রঙে ও S1 Pro ১১ টি রঙে পাওয়া যায়।