Garena Free Fire Today Redeem Code 25 January: আজকের ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন

Free Fire Redeem Codes Today 25 January 2022: প্লে স্টোরের সবচেয়ে জনপ্রিয় রয়েল ব্যাটেল গেম Garena Free Fire। গেমারদের আল্টিমেটেড গেমিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য প্রতিদিনই সংস্থার তরফ থেকে রিলিজ করা হচ্ছে একাধিক রিডিম কোড, যা ব্যবহার করে গেমাররা বিনামূল্যে ইন- গেম আইটেম যেমন অ্যাপস ক্লিন, ভার্চুয়াল কারেন্সি, বিভিন্ন ক্যারেক্টার, উইপন অর্জন করতে পারবেন। ২০২০ সালে PUBG মোবাইল গেমটি ভারতে ব্যান হওয়ার পর মোবাইল গেমারদের Garena Free Fire-এর প্রতি আকৃষ্ট করার জন্য সংস্থাটি গেমের লেআউটে বিবিধ পরিবর্তন এনেছে। সাথে দিচ্ছে বিভিন্ন রিওয়ার্ড পয়েন্ট। উল্লেখ্য, ১০মিনিটের এই মোবাইল গেমে ৫০ জন প্লেয়ার একসঙ্গে অংশগ্রহণ করতে পারেন এবং তারা তাদের পছন্দমত স্টার্টিং পজিশন ঠিক করে প্রয়োজনীয় অস্ত্র নিয়ে রণক্ষেত্রে নামতে পারবেন।

উল্লেখ্য, রিডিম কোড ব্যবহার করার জন্য গেমারদের প্রথমে গ্যারিনার অফিশিয়াল ফ্রি ফায়ার রিডিম্পশন ওয়েবসাইটে যেতে হবে। ১২ ক্যারেক্টারের এই রিডিম কোড ব্যবহার করে প্লেয়াররা বিনামূল্যে গ্রীন স্টার টোকেন, ব্রেভ ক্রিস্টাল, স্কাই ক্রিস্টাল এবং গোল্ড এবং ডায়মন্ডের মত ইন গেম কারেন্সি অর্জন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রিডিম কোড।

Free Fire today redeem codes 25 January (আজ ২৫ জানুয়ারির ফ্রি ফায়ার রিডিম কোড)

•FHTD FTYI FD6S
•FED2 34RF D5EX
•FRT5 R6FT GRV4
•F6IU Y8HB D3HR
•B0TY D7EN RJMT
•KGIH 8GU7 FY6D
•TSRF OV3B ENHR
•JTKG IUF7 D6S5
•TRF0 VEB RNU7
•TKI8 76FD 5TSR
•F5EV RBNT YKIH
•87G6 FD5T R5FE
•RTYH JU8I 9IJH
•FFD3 2367 Y9DR
•T6Y7 8IK5 NNHY

Garena Free Fire redeem codes for January 25 2022 (গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড ২৫ জানুয়ারি ২০২২)

6IOU I0KO HKGE

FJ2D XBGT R6EA

SQ2X 345R TGV4

WDES FEC5 TYVH

BGHT K6TF 7D5T

WRF3 4B5R NT6Y

KOH8 76S5 RWF4

V5BT 6YNU M789

LI0J9 H876 TSW3

4TF5 6CFG VCBH

JI87 T65F CXSR

EFG5 H6JK OUH8

G7F6 D5RF 3GH4

JORT 9I8U GYHJ

How to redeem Free Fire today redeem codes for January 25 (কীভাবে আজ ২৫ জানুয়ারির ফ্রি ফায়ার রিডিম কোড রিডিম করবেন)

• গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড থেকে রিওয়ার্ড জেতার জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যেতে হবে।

•তারপর সেখানে গেস্ট অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন না করে প্লেয়ারদের Google, Facebook, Huawei, VK বা Apple- যেকোনো আইডি এন্টার করতে হবে।

• এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড কপি করে ওয়েবসাইটের টেক্সটবক্সে পেস্ট করতে হবে। খেয়াল রাখবেন রিডিম কোডটি যেন সঠিক হয়। এরপর নীচের দিকে ‘ok’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ‘Successful’ মেসেজ ফুটে উঠবে ।

আগামী ২৪ ঘন্টার মধ্যে ইন-মেল সেকশনে পৌঁছে যাবে রিওয়ার্ড।